শনিবার, ১৪ আগস্ট, ২০১০

বিনামুল্যে মোবাইল এর জন্য কিভাবে ওয়াপ সাইট তৈরী করবেন


আজ আমি আপনাদের কে জানাব কি করে মোবাইল এর জন্য সাইট তৈরী করবেন একদম বিনামূল্যে। অনেক সাইট আছে যারা আপনাদের কে ফ্রী wap site তৈরী করে দেয়। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে জনপ্রিয় হল peperonity.com। কিন্তু এই সাইট এ আপনি আপনার পছন্দমত ডিজাইন করতে পারবেন না। তাই আমি আপনাদের কে জানাচ্ছি যে xtgem আপনাদের জন্য উপোযোগী একটা সাইট। এখানে আপনি আপনার পছন্দ মত ডিজাইন করতে পারবেন wml বা xhtml দিয়ে। আপনি যদি প্রোগ্রামিং নাও বুঝেন তাহলেও কোনো সমস্যা নেই। আর এই সাইট এর ব্যান্ডয়াইথ আনলিমিটেড।
এখন আসুন আমরা জানি কি করে এই সাইট তৈরী করব। প্রথমে xtgem এ ঢুকে রেজিস্ট্রেশন করুন। মনে রাখবেন আপনার রেজিস্ট্রেশন আইডি আপনার সাইট এর নাম হিসেবে ব্যবহ্রত হবে। রেজিস্ট্রেশন এর সময় আপনি ডোমেইন নেম পাবেন। এখানে আপনি অনেক ডোমেইন পাবেন। যেমনঃ yourname.xtgem.com, yourname.waphall.com, yourname.mobie.in সহ আরো অনেক ডোমেইন।  আপনার রেজিস্ট্রেশন হলে আপনি লগিন করে create এ ক্লিক করুন। এখন আপনি উপরের ছবিতে দেখুন ২টা symbol আছে। সবুজ টা তে ক্লিক করে আপনি কোনো লিখা, নতুন পেজ, ফাইল, html code ইত্যাদি এড করতে পারবেন। এরপর দেখুন কলম এর মত যেটা আছে সেটাতে ক্লিক করে আপনার কোনো ভুল হলে তা এডিট করতে পারবেন। আপনি যদি আপনার নিজের পছন্দ মত বারতি কিছু করতে চান তাহলে আপনার code use করতে হবে।
এই পোস্ট সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানান। আপনার যদি সাইট তৈরীতে কোনো সমস্যা বা সাহায্য দরকার হয় তাহলে জানাতে কার্পণ্য করবেন না।

৩টি মন্তব্য:

review http://www.carzon.tk on alexa.com