রবিবার, ৮ আগস্ট, ২০১০

বিনামূল্যে ওয়েব সাইট কিভাবে করবেন? ২


আজ আপনাদেরকে দিব আরেকটি ফ্রী ওয়েব সাইট বানানোর নিয়ম। অনেকেই আছে যারা ওয়েবসাইট তৈরী করতে চায় কিন্তু কিছুই বুঝেনা। এই পোস্ট টি তাদের জন্য। আপনারা Webstarts থেকে এরকম একটি সাইট তৈরী করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে Webstarts এ ভিজিট করে signup করতে হবে। মনে রাখবেন signup এর সময় আপনার সামনে একটা Option আসবে যে আপনি কি তাদের কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং কিনবেন নাকি ফ্রী হোস্টিং এ কাজ করবেন। আপনি ফ্রী হোস্টিং নিবেন। যদি আপনি ডোমেইন কিনতে চান তাহলে আপনার ডলার গুনতে হবে। তারপর আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি পেজ আসবে। অইখান থেকে আপনি Edit Website এ ক্লিক করবেন। এরপর আপনি একটা প্যনেল পেয়ে যাবেন। উপরে কন্ট্রোল প্যনেল থেকে আপনার যা ইচ্ছা তাই বসাতে পারবেন এই সাইট এ। (মনে রাখবেন, এই সাইটের হোস্টিং মাত্র ১০ মেগাবাইট। এখানে আপনি শুধু তাদের ট্যাম্পলেট ব্যবহার করতে পারবেন। তাদের প্রায় ২৫০ টি ট্যাম্পলেট আছে। ) আপনি আরো অনেক সাইট পাবেন যেখান থেকে আপনি ফ্রী ওয়েবসাইট করতে পারবেন। আমি আপনাকে Webstarts এর কথা বললাম কারন এই সাইট এর ব্যান্ডউয়াইথ আনলিমিটেড, আর অন্য সব ফ্রী সাইট এর ব্যান্ডউয়াইথ লিমিটেড থাকে যা ১০ থকে ১২ দিন পরেই লিমিট ক্রস করে আপনার প্রিয় সাইট টি বন্ধ হয়ে যায়। সাইট তৈরী তে কোনো সমস্যা হলে আমাকে জানান।

1 টি মন্তব্য:

review http://www.carzon.tk on alexa.com