শনিবার, ২১ আগস্ট, ২০১০

প্রাণী জগতের কিছু মজার তথ্য

  • ষাঁড় বর্ণান্ধ। তাই ম্যাটাডোর ষাঁড়ের সামনে লাল কাপড় দোলালে ষাঁড় যে তাকে আক্রমণ করে তা কাপড়ের লাল রঙের জন্য নয় বরং চোখের সামনে কাপড়টির দুলুনির জন্য।
  •  বেড়াল মিষ্টি জিনিসের স্বাদ নিতে পারে না।
  • বেড়াল তার গলা দিয়ে প্রায় ১০০ ধরনের আওয়াজ বের করতে পারে। কুকুর পারে মাত্র ১০ ধরনের।
  • ফড়িংয়ের ছয়টি পা, কিন্তু এটি হাঁটতে পারে না।
  • অল্প আলোয় কিংবা প্রবহমান পানিতে রাখলে গোল্ড ফিশের রং ফিকে হয়ে আসে। গবেষণায় দেখা গেছে, উষ্ণ পানি অপেক্ষা ঠান্ডা পানিতে গোল্ড ফিশের স্মরণশক্তি ভালো।
  • হাঙর কীভাবে মাছ শিকার করে? তীক্ষ্ন শ্রবণশক্তির সাহায্যে এটি অন্য মাছের হূৎস্পন্দন শুনতে পায়।
  • যেকোনো প্রজাতির কুকুরের মধ্যে গ্রেহাউন্ডের দৃষ্টিশক্তি সবচেয়ে ভালো।
  • গবেষণায় দেখা গেছে, মানুষের জন্মনিয়ন্ত্রণ বড়ি গরিলার ওপর কাজ করে।
  • হামিং বার্ড হাঁটতে পারে না।
  • লবস্টার বা সামুদ্রিক গলদা চিংড়ির একটি চোখ নষ্ট হয়ে গেলে ওই স্থানে অন্য একটি চোখ গজায়।
  • একটি শূকরের পক্ষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকানো অসম্ভব।
  • একটি গরুকে হাঁটিয়ে দোতলায় তোলা সম্ভব, কিন্তু দোতলা থেকে নিচ তলায় নামানো খুবই কঠিন।
  • শজারুর হূদপিণ্ড প্রতি মিনিটে প্রায় ৩০০ বার স্পন্দিত হয়, যেখানে একজন মানুষের গড়পড়তা মিনিটে হূদস্পন্দনের হার ৭২ বার।
  • কিলার হোয়েলের প্রতি মিনিটে হূদস্পন্দনের হার পানির নিচে ৩০ বার আর পানির ওপর ৬০ বার।
  • কোয়ালা প্রতিদিন গড়ে প্রায় ২২ ঘণ্টা ঘুমায়।
  • মেরিন ক্যাট ফিশের শরীরের যেকোনো অংশ দিয়ে কোনো কিছুর স্বাদ নিতে পারে।
  • মেরু ভালুকের চামড়া আসলে কালো আর এর লোমগুলো আসলে সাদা নয়—বর্ণহীন।
  • ইঁদুরের শরীরের হাড় এতটাই নমনীয় যে, পাঁচতলা ভবনের ওপর থেকে পড়লেও এর বড় ধরনের আহত হওয়ার আশঙ্কা কম।
  • ইঁদুর পানিবিহীন অবস্থায় একটি উটের প্রায় কাছাকাছি সময় বেঁচে থাকতে পারে।
  • পূর্ণবয়স্ক একটি জিরাফের জিহ্বার দৈর্ঘ্য প্রায় ১৬-১৭ ইঞ্চি লম্বা হয়ে থাকে।
  • হাতির শুঁড়ে প্রায় ৪০ হাজার পেশি আছে, কিন্তু কোনো হাড় নেই।
  • অস্ট্রিচের চোখ এর মস্তিষ্কের চেয়ে বড়।
  • বাচ্চা তিমি প্রতি ঘণ্টায় প্রায় ১০ পাউন্ড করে বাড়ে। 
  • একটি গড়পড়তা অ্যালবাট্রস পাখির পাখার দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট লম্বা হয়। ইচ্ছা করলে পাখিটি কয়েক বছর একনাগাড়ে উড়ে বেড়াতে পারে।এদের একেকটি ভ্রমণ প্রায়হাজার মাইল দীর্ঘহয়ে থাকে।
  • আমেরিকান হাসপাতালগুলোর তথ্যমতে—প্রতিবছর প্রায় ১০ লাখ আমেরিকান কুকুরের কামড়ের শিকার হয়।
  • ডালমেশিয়ান জাতের কুকুরের আদি জন্মস্থান ক্রোয়েশিয়ার ডালমেশিয়ান উপকূলে। ডালমেশিয়ান হচ্ছে একমাত্র প্রজাতির কুকুর, যারা গেঁটে বাতে আক্রান্ত হয়।
  • আমেরিকায় ৯৮৭ সালেগৃহপালিত প্রাণীর সংখ্যার দিক দিয়ে বেড়াল কুকুরকে ছাড়িয়েযায়।
  • জাপানের হোক্কাইডোর ইশিকারি উপকূলে এ যাবৎ সবচেয়ে বড় পিঁপড়ার কলোনি আবিষ্কৃত হয়েছে। ২ দশমিক ৭ কিলোমিটার এলাকাজুড়ে এই কলোনিতে পরস্পর সন্নিবেশিত সাড়ে চার হাজার পিঁপড়ার বাসায়এক মিলিয়ন রানি পিঁপড়া ও৩৭ মিলিয়ন কর্মী পিঁপড়ার বাস ছিল।
  • বিশেষ এক ধরনের ফিতা কৃমি খাদ্যের অভাবে নিজেদের শরীর খাওয়া শুরু করে।
  • ২০০১ সালে নিউজিল্যান্ডের জনসংখ্যা ছিল চার মিলিয়ন, কিন্তু একই সময় দেশটিতে ভেড়ার সংখ্যা ছিল ৪৪ মিলিয়ন।
  • আপনি যদি একটি ক্যাঙারুর লেজ টেনে ওপরের দিকে তুলে রাখেন, তবে এটি লাফাতে পারবে না।কারণ, লাফানোর সময়লেজটি ক্যাঙারুর ভারসাম্য রক্ষার কাজে ব্যবহূত হয়।
  • বিশ্বের সবচেয়ে বড় পাখিঅস্ট্রিচ। এটি প্রায় নয় ফুট পর্যন্ত লম্বা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

review http://www.carzon.tk on alexa.com