মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০১০

কিভাবে এডসেন্স এক্টিভ করবেন?

Image and video hosting by TinyPic

আমার এডসেন্স একাউন্ট চালু হতে সময় লাগে প্রায় ৩ সপ্তাহের মত (উপরের ছবিটার  মত দেখাত)। কারন প্রথমবার ইমেইল সাপোর্ট করে নাই , তারপর ব্লগ সাপোর্ট করে নাই অবশেষে ৩ সপ্তাহ চেষ্টা চালিয়ে এক্টিভ করতে পেরেছিলাম এডসেন্স একাউন্ট ।
অন্যদিকে আমার এক ফ্রেন্ডের এডসেন্স চালু করতে সময় লাগে ২ ঘন্টার কিছু বেশি । তাকে জিজ্ঞেস করে জানতে পারি সে নাকি ব্লগারের monitize থেকে চালু করেছে । নিচের ছবিটি দেখলে বুঝতে পারবেন ।
Image and video hosting by TinyPic

যে ব্লগটিতে এডসেন্স স্থাপন করতে চান এর language বাংলায় থাকলে ইংরেজি করে নিন । তারপর monitize > Set Up AdSense উপরের ছবিটার  মত দেখাবে , যেকোন একটি অপশন সিলেক্ট করে next ক্লিক করুন ।

Image and video hosting by TinyPic

যদি আপনি এডসেন্সের ফর্ম (নাম,ঠিকানা,ইত্যাদি) পূরণ না করে থাকেন তাহলে অপশন আসবে ফর্ম পূরণের জন্য । আশা করা যায় ৪৮ ঘান্টার ভিতর একাউন্ট এক্টিভ হয়ে যাবে ।

আবার আপনি গুগল সাইটস থেকেও এডসেন্স চালু করে নিতে পারেন এবং একইভাবে ফর্মপূরণ করে নিতে হবে ।
Image and video hosting by TinyPic

এই পোষ্টটি আমার মত নতুন ব্লগারদের কাজে লাগবে আশা করি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

review http://www.carzon.tk on alexa.com