কিছুদিন আগে আমি ফার্মগেট এর পার্ক এ ক্লাশ শেষ করে হাটছি। এমন সময় আমি দেখলাম একটা ঝোপের নিচে কে যেন শুয়ে আছে। আমি কৌতুহলবশত ভালো করে দেখার জন্য কাছে গেলাম। দেখতে পেলাম একটা মহিলা (ভিখারী) মরে পরে রয়েছে। তার শরীরের উপরে মাছি উরছে, পিপড়া ঘুরছে। তার পরনের কাপর অর্ধেক নাই। আমি সাথে সাথে একটা ছবি তুলে ফেললাম। আমি অবাক হয়ে দেখলাম এই লাশের পাশ দিয়ে অনেকেই হেটে যাচ্ছে এমনকি লাশের একটু সামনেই একটা মেয়ে ও ছেলে বসে গল্প করছে। আমি যখন তাদের কে দেখালাম তারা এটা দেখেই কাপর দিয়ে মুখ চাপা দিয়ে চলে গেল। তারপর আমি যখন গার্ড দেরকে বললাম তারা আমার কথার পাত্তাই দিল না। শেষে আমি ফার্মগেটের এক পুলিশ কে বিস্তারিত বললাম, প্রথমে সে খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনল। এর পর যখন আমি তাকে বললাম লাশ টা ১ ভিখারীর তারপর সেও আর পাত্তা দিল না আমাকে। আমাকে বলল আপনি চলে যান আমরা এটা পরে দেখছি। এর পর আমি আরো ২ ঘন্টা সেখানে ছিলাম। কিন্তু এর কোনো ব্যবস্থা হলো না।
আমি বাসায় এসে এই ছবিটা ফেসবুক এ দিয়ে বেশ কয়েকজন কে ট্যাগ করলাম। একজন এই ছবি নিয়ে ফান করল। আর কেউ কোনো কিছু লিখলনা! তাই আমি আরেকটা সুন্দরী মেয়ের ছবি সেই একই ইউজারদের ট্যাগ করলাম। তাদের সবাই ওই মেয়ের ছবিটাতে কমেন্ট করল। তাহলে আমরা কেন পুলিশ আর নিরাপত্তা কর্মীদের দোষ দেই? আপনারাই তো পাশ কেটে চলে যান। এটাই হয়তো বাঙ্গালীদের নিয়ম। আমি শুধু একটা কথাই বলব আগে নিজেকে বদলান।
এটাই বাংলাদেশ। আর এটাই বাংলাদেশের সত্যিকার অবস্থা।
উত্তরমুছুনআমার বলার কিচ্ছু নাই....কি বলবো, আমি নিজেওতো এমন! আসলে আমরা এখনো মানুষ হতে পারি নাই। আমাদের জ্ঞান-বুদ্ধি হয়তো আছে, কিন্তু আমরা মানুষ নই। আমাদের আবার মানুষ হতে হবে......আবার।
শামীম ভাই বাংলাদেশ এর মানুষ কি কখনো নিজেকে বদলাতে পারবে?
উত্তরমুছুনপুলিশ যে আপনাকে উলটে হেনস্থা করেনি এই সৌভাগ্য আপনার। ফার্মগেটের পার্কে মৃতদেহ, আপনি খুন করেছেন কিনা প্রশ্ন তুললেই ষোলোকলা পূর্ণ হয়ে যেতো। মানুষের মধ্যে সচেতনতার অভাব যেটুকু আছে, তার চেয়ে বেশি করে আছে পুলিশের প্রতি ভীতি। কখন কাকে কোন কেসে জড়াবে সেই চিন্তায় ফন্দি আটছে তারা। বিপজ্জনক এই অবস্থার পরিবর্তন প্রয়োজন আগে। এটা হলে সব মানুষ ঠিকই এগিয়ে আসবে। আইনরক্ষাকারী বাহিনী আগে নিজেদের শুধরাতে হবে।
উত্তরমুছুনআমি এই ভয় টা পেয়েছিলাম। কিন্তু আমি আমার নৈতিক কাজ করতে চেয়েছিলাম। @ রিয়া
উত্তরমুছুন