রবিবার, ২২ আগস্ট, ২০১০
নিজের মনে কিছু কথা
আমার কাছে লিখতে কখনোই ভালো লাগেনা। আমার জীবনের একটা সময় আমি লিখতে চাইলাম। কিন্তু কি লিখব, কোথায় লিখব? ডায়েরী তে লিখলে মনে হয় কেউ এটা পরে ফেলবে। যখন আমি এসব নিয়ে ভাবতে শুরু করলাম তখন আমার এক বন্ধু আমাকে বলল ব্লগিং করতে। তখন আমি সারাদিন অনলাইনে পরে থাকতাম। এরপর আমি ভাবলাম যাই হোক দেখি একটু ব্লগে লিখে কেমন লাগে। তাই ব্লগ ওপেন করে শুরু করলাম নানা ব্লগে ঘুরা। কারন আমি দেখতে চেয়েছিলাম সবাই কেমন লিখা লিখে। যদি কেউ আমার ব্লগ দেখে হাসাহাসি করে তাহলে আমার খুব খারাপ লাগবে। আমি প্রথম ব্লগ দেখলাম শামীম ভাইয়ের। (আগে আমি ব্লগ দেখতাম না, দেখলেও পরতাম না) তারপর দেখলাম রিয়া আপুর ব্লগ এরপর বাংলাহ্যাক্স এবং হাসান ভাইয়ের ব্লগ। যদিও আমি আমার কথা লিখতে চেয়েছি কিন্তু বাংলাহ্যাক্স দেখে মনে হল যে আমি এমন কিছু করি যেটা তে সবার উপকার হবে। শুরু করলাম কার্জন ওয়েব। এখানে আমি পোস্ট করতে লাগলাম সবার কাজে লাগে এমন কিছু তথ্য। এখানে কিছু পোস্ট আছে অন্য ব্লগ থেকে কপি করা। আমি কপি করেছি এমন পোস্ট যা আমার কাছে মনে হয়েছে এটা সবার কাজে লাগবে। আমি যেখান থেকে যে পোস্ট কপি করেছি সেখান থেকে আমি অনুমতি নিয়ে করেছি। এটা আমার নিজেকে নিয়ে প্রথম পোস্ট। এতক্ষন আমি রিয়া আপুর ব্লগ টা পরছিলাম। তখনি আমার মনে হল আমার নিজের কিছু কথা লিখে দেই, তাই এই পোস্ট টা করলাম। আপনারা হয়ত মনে করতে পারেন পাগলের প্রলাপ। কিন্তু এটাই সত্য। আমার নিজেকে নিয়ে বলার মত কিছু নেই। তাই আমি আমার ব্লগ শুরু করার কথাটাই এখানে বললাম। যদি আমার কোনো ভুল থাকে তাহলে বলবেন। আমি এখন চাই সবসময় ব্লগে লিখতে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
khub e valo laglo . ami nijeo ek shomoy apnar moto chinta kortam.
উত্তরমুছুনব্লগ লিখতে থাকুন। তবে একটা কথা, কপি পেষ্ট করবেন না। কারো অনুমতি নিয়েও কপি করার দরকার নেই। এতে সমস্যাটা হবে যে, একসময় দেখবেন নিজে ব্লগ লিখতে ইচ্ছে করবে না। শুধু কপি পেস্ট করতে ইচ্ছে করবে। :) আপনি এক কাজ করবেন, কোন লেখা যদি ভালো লাগে, তবে লেখাটা ভালো করে আগে পড়বেন। তারপর পুরো লেখাটা নিজের ভাষায় লিখবেন। এতে লেখার মান যেমন আস্তে আস্তে বাড়বে, তেমনি লেখাটাও ইউনিক হয়ে যাবে।
উত্তরমুছুনশুভ কামনা রইলো।