সোমবার, ১৬ আগস্ট, ২০১০
ব্লগ এ টেম্পলেট কিভাবে আপলোড করবেন এবং কোথায় পাবেন।
আপনারা যারা নতুন ব্লগিং শুরু করেছেন তাদের জন্য এই পোস্ট। আপনারা সবাই ব্লগকে নিজের মত করে সাজিয়ে নিতে চান। এর জন্য ব্লগারে কিছু ডিফল্ট টেম্পলেট আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই কয়েকটা টেম্পলেট দিয়ে আপনি আপনার মনের মত করে ব্লগ সাজাতে পারছেন না। এতে অনেকের মাঝেই ব্লগিং এর আগ্রহ টা কমে যায়। আমি আজ আপনাদেরকে জানাব কি করে আপনি ফ্রী টেম্পলেট পাবেন এবং তা ব্লগার এ আপলোড করবেন। আমার টেম্পলেট আপলোডের প্রিয় সাইট টি হল বি-টেম্পলেট। এটা আমার প্রিয় কারন এখানে আমি আমার মনের মত সব টেম্পলেট পেয়েছি। আপনি এখন বি-টেম্পলেট থেকে আপনার পছন্দমত টেম্পলেট টি ডাউনলোড করে নিন। এখন আপনি যে জিপ ফাইল টি ডাউনলোড করেছেন সেটি একটা জায়গাতে আনজিপ করুন। (আনজিপ করার অনেক সফটওয়ার আছে, আমি win rar ব্যবহার করি।) এখন ব্লগার.কম এ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। লগিন করে ডিজাইন থেকে Edit HTML এ ক্লিক করুন। এখানে দেখুন টেম্পলেট আপলোড এর একটা বক্স আছে। সেখানে আপনি আপনার আনজিপ ফাইল থেকে xml ফাইল টি সিলেক্ট করুন এবং আপলোড করুন। তারপর সেভ করে নতুন একটা ট্যাব এ আপনার ব্লগটি দেখুন নতুন সাজে কেমন লাগছে। টেম্পলেট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন