বুধবার, ৪ আগস্ট, ২০১০

ব্লগে ভিজিটরদের লিস্ট দেখা

আপনার ব্লগ বা ওয়েবসাইট এ কে কখন ভিজিট করেছে দেখার সুযোগ করে দিয়েছে ফিডজিট। এর জন্য আপনাকে feedjit.com এ লগিন করে Select widget width (pixels) ঠিক করে GO তে ক্লিক করতে হবে। আপনি যদি আপনার ব্লগ এর জন্য করতে চান তাহলে ব্লগার.কম এ লগিন করে থাকতে হবে। GO তে ক্লিক করার পর সয়ঙ্ক্রিয় ভাবে Widget টি আপনার ব্লগে এড হয়ে যাবে। এরপর আপনি আপনার ব্লগার থেকে Design এ ক্লিক করে আপনি Widgwt টি কোথায় স্থাপন করতে চান তা ঠিক করে সেভ করে বের হয়ে আসুন। এখন আপনার ব্লগ টি রিফ্রেস করে দেখুন। কোনো সমস্যা হলে জানাতে দিধা করবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

review http://www.carzon.tk on alexa.com