বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০১০

রবীন্দ্র রচনাবলী' পড়ুন অনলাইনে

Rabindra rachanabali
রবীন্দ্র রচনাবলী এখন অনলাইনে। জীবনের প্রতিটি পর্বে, প্রতিটি দুঃখ-হাসি-কান্নায় যাকে পাশে পাওয়া যায়, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীর অনলাইন সংস্করণ প্রকাশিত হয়েছে। ইউনিকোড ৫ শব্দবিন্যাসে এই রচনাবলীর প্রতিটি লেখা তৈরি করা হয়েছে।
  • এই অনলাইন রচনাবলীতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা বিভাগ রয়েছে। ফলে উৎসাহী পাঠকের পক্ষে তার উদ্দিষ্ট রচনাটি খুঁজে পাওয়া খুব সহজ হবে।
  • ইচ্ছে করলে বন্ধুকে ইমেইল করে নির্দিষ্ট রচনাটি পাঠাবার সুবিধা এর সঙ্গে যোগ করা হয়েছে।
  • এছাড়া প্রিন্ট করার সহজ অপশন তো রয়েছেই।
  • একটি শক্তিশালী সার্চ ইঞ্জিনের মাধ্যমে নির্দিষ্ট শব্দ বা শব্দাবলী ইনপুট দিয়ে সেই শব্দগুলো কোন কোন রচনায় রয়েছে, তা খুব সহজে বের করা যায়।
  • এছাড়াও রয়েছে বর্ণানুক্রমিক সূচী। এর মাধ্যমে 'অ' থেকে শুরু করে 'ঢ়' পর্যন্ত বর্ণগুলো দিয়ে তৈরি শব্দ খুঁজে বের করা খুব সহজ।
রবীন্দ্র রচনাবলীর ঠিকানা http://www.rabindra-rachanabali.nltr.org

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

review http://www.carzon.tk on alexa.com