যদিও এই টিউটোরিয়ালটি পড়ার পর কেউ কেউ বলবে যে, এটা সফটওয়ার দিয়ে তৈরি করা যায় তবুও আমি দিচ্ছি যারা সফটওয়ার ব্যবহার না করে মাথা খাটিয়ে ফটোসপ দিয়ে তৈরি করতে চান।
যারা এই ফালতু পোস্টটি পড়ে বিরক্ত হতে চান না তারা কিবোর্ড থেকে Ctrl+F4 চাপুন। আমি অদৃশ্য হয়ে যাব।
এই অংশের পরেও যারা পড়ছেন তারা ঝটপট ফটোসপ ওপেন করে ফেলুন। আজ আমরা শিখব 468×60 সাইজের ব্যানার তৈরি। তাই এই সাইজের একটি নতুন ফাইল নিন।
আজ আমরা পেন টুল দিয়ে কাজ করব। পেনটুল দিয়ে প্রথমে চিত্রের মত করে এঁকে নিন। যারা পেনটুল নিয়ে কাজ করতে পারে না তাদের চুপি চুপি বলছি পেনটুল দিয়ে দারুন গ্রাফিক্স করা যায়।
কিবোর্ড থেকে p চাপলেই পেনটুল সক্রিয় হবে। তারপর জায়গামত ক্লিক, ড্র্যাগ করে কাজ করতে হবে। যেখান থেকে শুরু করবেন সেখানে গিয়ে শেষ করবেন। আমি প্রথমে গাঢ় লাল রং নিয়ে পেন টুল দিয়ে নিচের মত ব্লক করলাম
তারপর আবার হলুন রং নিয়ে নিচের মত ব্লক করলাম
এরপর ইমেজটাকে ফ্ল্যাটেন করতে হবে। এর আগের আমরা Flatten Image করা শিখেছি। পারা দেখেন নি তারা দেখেনিন কিভাবে ফ্ল্যাটেন করতে হয়
এরপর সাদা অংশ ম্যাজিক টুল দিয়ে ব্লক করে ফেলুন। কিবোর্ড থেকে w চাপলে ম্যাজিক টুল সক্রিয় হয়।
কালার প্যালেটে কমলা রং সিলেক্ট করে কিবোর্ড থেকে Alt+backspace দিন।
ওয়েব লিংক দেওয়ার জন্য ডানের শেষের দিকে একটি বক্স আঁকতে হবে। কালার প্যালেটে থেকে কালার সিলেক্ট করার পর rounded rectangle tool সিলেক্ট করুন
আমি নিচের রঙে দিলাম।
ওখানে আপনার কাংখিত ওয়েব লিংকটা টাইপ টুলের সাহায্যে দিন। কিবোর্ড থেকে t চাপলে টাইপটুল সক্রিয় হবে
আপনি যে বিষয়ের উপর ব্যানার বানাচ্ছেন তার শিরোনাম বড় করে দিন
সেই শিরোনামের স্লোগান দিন
আপনি চাইলে লোগেও ধরে এনে এখানে বসাতে পারেন ঘাড় ধরে
দেখুন তো ব্যানারটি কেমন হল!!
সোর্স ফাইল চাইলে এখান (৪৮ কিলোবাইট) থেকে ডলো করতে পারেন।
এই পোষ্ট টি আমার ঠিকানা ব্লগ থেকে নেয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন