কৌতুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কৌতুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০১০

প্রেমিকা

"..আমার সেই উদারপন্থী প্রেমিকা আজ ফ্যাসীবাদের সমর্থক। উনার জ্বালাময়ী কন্ঠ ইরানী সামরিক শক্তিকেও হার মানাইয়া দিতে পারে। কোথায় স্বামীভক্ত হইয়া আমার জন্য বাপের বাড়ির কুমড়া আলু আনিবেন, তা না করিয়া উনি আমার ওয়ালেট, ক্রেডিট কার্ড আর ব্যাংকের চেক বইটা লইয়া গিয়াছেন, আর এখনও ফেরৎ দেন নাই। আমি একটা আন্ডারওয়ার পর্যন্ত ক্রয় করিতে পারিতেছি না, এক লুংগি দশ বছর ধরিয়া পড়িতে পড়িতে নরম হইয়া গিয়াছে.."

রবিবার, ৮ আগস্ট, ২০১০

কলম্বাস যদি বিবাহিত হতেন

কলম্বাস যদি বিবাহিত হতেন তাহলে কখনোই আমেরিকা আবিস্কার করতে পারতেন না।
কারন তাকে আগে নিচের প্রশ্ন গুলোর উত্তর দিতে হতো।

১। তুমি কোথায় যাচ্ছ? কার সাথে যাচ্ছ? কেন যাচ্ছ?
২। কি আবিস্কার করতে যাচ্ছ?
৩। এত লোক থাকতে তোমাকে কেন যেতে হবে?
৪। তুমি যখন থাকবেনা, আমি কিভাবে থাকব?
৫। আমি কি তোমার সাথে যেতে পারি?
৬। তুমি ফিরবে কখন?
৭। রাতে বাসায় ফিরে খাবে তো? আমার জন্য কি আনবে বল?
৮। তুমি আমাকে ছারা একা একা নিশ্চই কোনো পরিকল্পনা করেছ।
৯। পরবর্তীতে তুমি এমন প্রোগ্রাম আরো করতে যাচ্ছ- উত্তর দাও কেন?
১০। আমি আমার বাপের বাড়ি চললাম, তুমি আগে আমাকে সেখানে পৌছে দাও।
১১। আমি আর কোনোদিন আসবনা।
১২। আচ্ছা, আচ্ছা বলতে তুমি কি বুঝাচ্ছ?
১৩। তুমি আমাকে ঠেকাচ্ছ না কেন?
১৪। আমি বুঝতে পারছিনা এই আবিস্কার টা আসলে কিসের আবিস্কার?
১৫। তুমি সবসময় এরকম কর।
১৬। গতবারও তুমি একই কাজ করেছিলে।
১৭। এখন থেকে তুমি এ ধরনের ছন্নছারা কাজ করতেই থাকবে?
১৮। আমি এখনো বুঝতে পারছিনা, এমন কি আছে যা এখনো আবিস্কার হয়নি?

আপনাদের যাদের মাঝে প্রতিভা আছে তারা যদি বিয়ে করতে চান তাহলে আগে ভেবে নিবেন যে উপরের প্রশ্নের জবাব কি আপনি ঠিক মত দিতে পারবেন? যদি পারেন তাহলে রিস্ক নিয়ে বিয়ে টা করে ফেলেন। আর না পারলে এখনো সময় আছে ভাগেন………………. আর বেশী কিছু বললাম না। বললে হয়তো এখনি লাঠি নিয়ে আমাকে খোজা শূরু করবেন।

মঙ্গলবার, ২৭ জুলাই, ২০১০

চিঠি ২

শ্রদ্ধেয় আব্বা/আম্মা,
আশা করি আল্লাহ্ রহমতে ভালই আছেন। আমিও ভাল আছি। এখানে যদিও আজকাল একটু ঠান্ডা পড়েছে, তবুও তা এখন সহনশীলতার মধ্যেই আছে, তাই এ নিয়ে চিন্তা করবেন না।
যে কারনে চিঠিটি লেখা। ২৮ টি বসন্ত পেরিয়ে ২৯ বসন্ত যায় যায়, আর আপনাদেরও বোধ হয় একা একা লাগে। তাই কেবলমাত্র আপনাদের একাকিত্ব দূর করতেই অভিভাবকদের জন্য সুন্নত না ফরজ একটা কাজ আছে না, ওটা তো পালন করা সময় হয়েছে। কি বলেন? আশা করি hints বুঝতে পেরেছে। ডাইরেক্ট বলতে লইজ্জা লাগে ;)
আপনাদের নিশ্চয়ই এতদিনই বুঝে যাবার কথা যে এই ব্যাপারটায় আমার নাকটা একটু উচুঁ আর খুতখুতে। তাই যেনতেন কনে বাছাই করে ঘাড়েঁ ঝুলিয়ে দিলে কিন্তু চলবে না। আপনাদের কাজটি যাতে সহজ হয়, সেজন্য কনের কিছু অত্যাবশ্যকীয় গুনের কথা বলতে চাই।
  • চেহারায় ঝলক না থাকলেও চলবে, তবে Google এর মতো সাধাসাধি হলেই যথেষ্ট।
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না জানলে আমি নাই, ওইটা ছাড়া মানুষ বাচেঁ? কনের অন্তত পাচ‍টা সাইট গুগলের প্রথম পাতায় থাকতে হবে। আগেই হুশিয়ার কোনো Black Hat পদ্ধতি ব্যবহার করা চলবে না।
  • রান্না পারুক না করুন, ওয়ার্ডপ্রেস জানতে হবে। রান্না তো গুগলে সার্চ করেও শিখতে পারবে।
  • রোজ রোজ বাজারে যেতে বলতে পারবে না, ইকর্মাসে পারদর্শী হতে হবে। ইন্টারনেটেই যখন বাজার করা যায়, তখন পায়ে হেটেঁ যাবার দরকার কি?
  • Windows ব্যবহার করতে পারে, তাতে সমস্যা নাই কিন্তু ক্রাক কোড নিজেকেই খুঁজে নিতে হবে। আমার এতো টাইম নাই।
  • Facebook এ একাউন্ট থাকতে পারে, কিন্তু Twitter একাউন্ট থাকলে একদম না। ওইটা আমার দু’চক্ষের বিষ।
  • হাতের লেখা যা তা হউক সমস্যা নাই, তবে টাইপিং স্পীড যেন ত্রিশ শব্দের নিচে না হয়। আমার ড্রাফট করা ব্লগগুলো তো ওকেই লিখতে হবে।
  • Bing এর মতো প্রতিদিন রং পাল্টাইলে চলবে না, মেকআপের পিছনে এত টাকা পাবো কই? জিজ্ঞাসা করে নিয়েন Adsense এর কালার প্যালেট কি জানে তো?
  • টুকটাক হার্ডওয়ার আর ট্রাবলশুটিং জানলে ভাল হয়, আমি ওই ব্যাপারগুলি কম বুঝি কিনা?
আশা করি আপনারা আমার পছন্দ বুঝতে পারেছেন। যত শ্রীঘ্রই আপনার কাজটি শেষ করবেন, তত তাড়াতাড়ি আপনাদের একাকিত্ব দূর হবে। আপনাদের কথা ভেবেই তো এত কিছু বলা। ওহ আরেকটা কথা, মেয়ের অবশ্যই অবশ্যই জিমেইল একাউন্ট থাকতে হবে। ইয়াহু হলেও চলবে কিন্তু হটমেইল হলে খবর আছে।
ভাল থাকবেন।
ইতি,
হাসান


জিন্নাতুল হাসান.কম থেকে নেয়া

মঙ্গলবার, ১৩ জুলাই, ২০১০

চিঠি

ফুটবল খেলা উপলক্ষে এক ঝালমুড়িওয়ালা আরেক ঝালমুড়িওয়ালার কাছে চিঠি লিখেছে......
প্রিয় সেকান্দার ভাই
ঘন ঘন বিয়া করার খাসলত টা কমে থাকলে আশা করি ভালোই আছেন। বিশ্বকাপ তো মিয়া গুরুতর মজা কইরা দেখলাম। জানেন তো, আমার এলাকায় টিভি'র কোনো অভাব নাই। রাস্তায় হাইটা মুরি বেচতে বেচতেই খেলা দেখা হইয়া যাইত। খেলা মজা কইরা দেখছি ঠিক, তবে প্রায় সময় কান্দন আইত। ক্যান আইবনা কন? যেই ইস্টেডিয়াম এ খেলা হইল সেইখানে হাজার হাজার মানুষ। অথচ একটা ঝালমুড়িওয়ালা নাই। একবার চিন্তা কইরা দেখছেন কতবড় অমানবিক ঘটনা। এতগুলি মানুষ কেলা দেখল আথচ ঝালমুড়ি খাইতে পারলনা। ওই দেশে ঝালমুড়িওয়ালা নাই আমাগো আগে জানাইবোনা? একটা ফোন কইরা দিলেই তো চইলা জাইতাম। আমার মোবাইলে তো বিদেশী ফোন আসে। তাইলে একটা ফোন করলে কি হইত? আসলে খেলা কেমন হইসে এটা কইতে চাইতেসিনা। একদিন আমার এলাকায় আসেন, চা-পান খাইতে খাইতে বিবরন দিমুনে। তবে চিন্তা নাই চা-পানের বিল আমিই দিমু।
                                                                                                                                                 ইতি-
                                                                                                                                              সবদর আলী

শেয়ার বাজার

শেয়ার বাজার এ কারা জায়?
২ ধরনের লোক জায়।যাদের আভিজ্ঞতা আছে আর যাদের তাকা আছে। তবে দিনের শুরুতে তারা শেয়ার বাজারে গেলেও দিন শেষে তারা তাদের এই সম্পদ বিক্রি করে বারি ফিরে।
review http://www.carzon.tk on alexa.com