আজকের শিশু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আজকের শিশু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৩ জুলাই, ২০১০

Translator for baby's cries

আমরা এত দিন জেনে এসেছি শিশু জন্মেই প্রথম চিতকার দিয়ে তার অস্তিত্ব এবং নিজ অধিকারের দাবী ঘোষনা করে। মা বাবা বুঝতে পারে না তাদের বাচ্চা কেন কাদছে, তার চাহিদা না মিটিয়ে কান্না থামাতে না পেরে অনেক ক্ষেত্রে নতুন মা বাবা কিছুটা হলেও বিরক্ত হয়, রাতে ঘুমের ব্যাঘাত হয়। মা বাবা যে ভাষায় কথা বলুক না কেন সমস্ত পৃথিবীর সব শিশুদের এক ভাষা, সে হচ্ছে চিতকার যা আমরা বুঝি না কিন্তু আজ একটা অবাক হবার মত সংবাদ নিয়ে এসেছি।
শিশুর কান্নার ভাষা অনুবাদ করে নিজেই বুঝতে পারবেন আপনার বাচ্চা কেন কাঁদছে। ক্ষুধা লেগেছে, ব্যাথা পেয়েছে, শীত লাগছে না কি বিছানা বদলাতে হবে।

জাপানের Muroran Institute of Technology এর প্রফেসর তমমাসা নাগাসিমা  শিশুর কান্না বা চিৎকারের শব্দ তরঙ্গ বিশ্লেষণ করে একটি ম্যাপ তৈরী করেছেন। এই শব্দ তরঙ্গের সূত্র ধরে শিশুর চিৎকার ধ্বনি অনুবাদ করা হবে। প্রফেসর তমমাসার বিজ্ঞানি দল বর্তমানে কম্পিউটারের সাহায্যে এই অনুবাদের কাজ করছেন তবে অনতিবিলম্বে এই কৌশল বহন যোগ্য ইলেকট্রনিক ডিভাইসে এসে যাবে। আর তখন?বাচ্চা কেন কাঁদছে তা বুঝে নেয়া কোন সমস্যা হবে না।[সংবাদ সূত্র]

ইস! আমি নাকি খুব কাঁদতাম, তখন যদি আমার মা বাবা এই যন্ত্রটা পেত তাহলে তাদের এত কষ্ট হত না।

বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০১০

আজকের শিশু


অনেকেই বলে বর্তমান যুগের বাচ্চারা খুব তারাতারি সবকিছু শিখে ফেলে। কিন্তু কেন বাচ্চারা এত তারাতারি এত কিছু বুঝতে পারে তা কি আমরা ভেবে দেখেছি? এর কারন হল প্রজুক্তি। আজকের বাচ্চারা জন্মের পর থেকেই প্রজুক্তির সাথে বড় হয়। ফলে তারা খুব তারাতারি সব কিছু বুঝতে পারে। কিন্তু সব ক্ষেত্রে কি বাচ্চাদের এত তারাতারি এত বেশি বুঝা ভালো? বাচ্চাদের আগ্রহ হল নতুন কিছু দেখলে তা শিখা। এখন যদি একটা বাচ্চা একটি লোক কে দেখে সিগারেট খাচ্ছে তাহলে বাচ্চাটি শখ করে সিগারেট এ টান দিবে এবং ধিরে ধিরে নেশার দিকে ঝুকে পরবে।এতক্ষন যা লিখলাম তা হল বাচ্চাদের তারাতারি শিখার nagative দিক। এখন আমরা যদি একটা বাচ্চাকে তার তারাতারি শিখার মেধাকে কাজে লাগানোর জন্য তার সাথে সহজ ভাবে বন্ধুর মত মিশি, তার সব কথা বন্ধুর মত শুনে তাকে মজার কিন্তু ভাল Advise দেই তাহলে সেই বাচ্চাটি নতুন কিছু শিখলে তা জানাবে। সুতরাং বাচ্চাদের সাথে বন্ধুর মত ব্যাবহার করুন।

review http://www.carzon.tk on alexa.com