শুক্রবার, ৬ আগস্ট, ২০১০

বিনামূল্যে ওয়েব সাইট কিভাবে করবেন?


আমি সবসময় চাই আপনাদের এমন কিছু তথ্য দিতে যা আপনাদের কাজে লাগবে। তাই এবার আমি আপনাদের কে দিব ১০০% ফ্রী তে কিভাবে হষ্টিং এবং ডোমেইন পাবেন। আপনার ওয়েবসাইট এর জন্য প্রথমেই দরকার হবে একটি ডোমেইন। এখন অনেক সাইট ই আপনাকে ফ্রী দমেইন দেয়। আপনি যদি co.cc ডোমেইন নিতে চান তাহলে আপনি এই ডোমেই ১ বছরের জন্য ফ্রী পাবেন, এর পর রিনিউ করতে আপনার ডলার গুনতে হবে। এর পর আছে cz.cc ডোমেইন। এই ডোমেইন আপনি ২ বছরের জন্য ফ্রী পাবেন। আরো আছে dot.tk ডোমেইন। এই ডোমেইন এর নির্দিষ্ট কোনো সময় নেই, এই ডোমেইন এ ৩ মাস এ ২৫ জন ভিজিট করলেই আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখন আপনি এই ৩ টা সাইট এর যে কোনো একটা সাইট থেকে ফ্রী ডোমেইন নিতে পারেন।
এখন আমরা আসি হোষ্টিং এ। আপনি বায়েট থেকে হোষ্টিং নিতে পারেন। এখানে আপনি ৫ জিবি স্টোরেজ এবং ২০০ জিবি ব্যান্ডওয়াইথ পাবেন।
আপনার ওয়েবসাইট বানাতে আরো কোনো তথ্যের দরকার হলে আমাকে জানাতে সংকোচ বোধ করবেন না।

৫টি মন্তব্য:

review http://www.carzon.tk on alexa.com