বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

পুলিশের অভিনব চাদাবাজি। সচিত্র প্রতিবেদন


আমাদের এই বাংলাদেশ এ অনেকেই আছে যারা বে আইনী কাজ করে থাকে। এমন কি আমরা এটাও জানি যে আমাদের রক্ষাকারী পুলিশ পর্যন্ত বে-আইনী কাজ করে। কি আমার কথা শুনে মনে মনে বলছেন যে এটা আর নতুন কি এটা তো সবাই বলে, এমনকি সবাই এটা জানে। কিন্তু কখনো কি নিজের চোখে দেখেছেন যে পুলিশ চাদাবাজি করে? কি অবাক হয়ে গেলেন? গত ১৭/০৮/২০১০ ইং তারিখে ATN News চ্যানেল এ সচিত্র একটি সংবাদ হয়েছে এই চাদাবাজি নিয়ে। পুলিশ এলাকার রংবাজদের সাহায্যে টোকেন দিয়ে গারি থেকে চাদাবাজি করছে। ৩ দিন ধরে ATN News এর সাংবাদিক এই চাদাবাজির উপর নজর রেখে পরে হাতেনাতে ধরেছে। তখনো পুলিশ বাবাজি এটা মানতে নারাজ। নিচের ভিডিও টি দেখুন। এবং নিচে আপনার মতামত লিখুন। এবং আমাদের বলুন এখন কি করা উচিত।



আপনার মতামত দিন।

আমি তাজ্জব বনে গেলাম

আমি আসলেই তাজ্জব হয়ে গেলাম। আজ হঠাৎ করে দেখি আমার ব্লগে ভিজিটর অন্যদিনের তুলনায় বেশী। যাই হোক আমি তো খুশী। একটু পর দেখি আমার আলেক্সা র‍্যাঙ্কিং ১২,০৩৫,৭০৬ থেকে ১২,০৫৩,০১১। এর মানে কি? ভিজিটর বারলে কি আলেক্সা র‍্যাঙ্কিং এর এই অবস্থা হয়? এর মধ্যে আবার আজ দেখাচ্ছে যে আমার ব্যাকলিংক আগের থেকে অনেক বেশী। এইসব কিসের আলামত? কেউ কি আছেন যে এর কারন ব্যাখ্যা করতে পারবে?


আমি আসলেই তাজ্জব হয়ে গেলাম।

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১

কার্জন ডট টিকে তে ফেসবুকের মত চ্যাটবার

ফেসবুকের মত চ্যাট করুন কার্জন ডট টিকে তে। এর জন্য আপনাকে এখানের মেম্বার হতে হবে না। আপনি এখানে ফেসবুক বা টুইটার দিয়ে লগিন করে চ্যাট করতে পারবেন। এছারা আপনি গেস্ট হিসেবেও চ্যাট করতে পারবেন এবং আপনার অন্য বন্ধুদের কে ইনভাইট করতে পারবেন। নিচে চ্যাট এর কিছু স্ক্রীন শট দেওয়া হলো।


আশা করি আপনাদের ভালো লাগবে।

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

বাংলাদেশী ল্যাপটপ দোয়েল


আমরা সবাই জানি যে বাংলাদেশী ল্যাপটপ "দোয়েল" এখন শুধু বাজারে আসার অপেক্ষায়। আসুন আমরা জেনে নেই কি কি আছে এই ল্যাপটপে এবং এর মূল্য কত?
Doel Netbook basic: 10,000/= only 
Doel Netbook standerd: 15,500/= only 
Doel Netbook Standerd 2: 20,000/= only 
Doel Laptop: 25,000/= only
বিঃ দ্রঃ এই মুল্য পরিবর্তন হতে পারে।








এই দোয়েল নেটবুক এ আছে-
মনিটরঃ ১০.১"
প্রসেসরঃ ইন্টেল আ্যাটম প্রসেসর ১.৬৬ গিগাহার্টজ
হার্ডডিস্কঃ ২৫০ গিগাবাইট
অন্যান্যঃ WIFI, 1.3 মেগাপিক্সেল ওয়েবক্যাম, 3 in 1 card reader
ইউএসবিঃ ২.০
ব্যাটারীঃ  Three cell Battery দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ
OS: Linux

সোমবার, ২৭ জুন, ২০১১

নেটবুক এ এক্সপি সেটাপ দিন পেন্ড্রাইভ দিয়ে

নেটবুক এ এক্সপি সেটাপ দিবেন কিভাবে?
আমি আমার নেটবুক কেনার কিছুদিন পরেই অপারেটিং সিস্টেম নিয়ে ঝামেলায় পরি। অনেক চেস্টা করেও আমি এক্সপি সেটাপ দিতে পারিনি। তারপর আমার এক বন্ধু স্যাম আজগর চেস্টা করেও পারেনি। এরপর অনেক খাটাখাটনির পর আমি এর সমাধান পেয়েছি। আজ আমি আপনাদের তা জানাবো।
*প্রথমে আপনি এমন এক এক্সপি ডিস্ক যোগার করুন যেটা দিয়ে আগে সেটাপ দিয়েছেন (কারন বাজারে এখন যেসব সিডি পাওয়া যায় তার বেশীর ভাগই কাজ করেনা।)
*একটা ৪ জিবি (4gb) পেন্ড্রাইভ
* নভিকর্প উইন টু ফ্ল্যাশ 0.7.0000 বেটা (novicorp win to flash 0.7.0000 beta) সফটওয়ার। (আরো অনেক ভার্শন পাবেন। আমি যেহেতু এই ভার্শন দিয়ে দিয়েছি তাই এটার কথা বললাম)। সফটওয়ারটি পেতে এখানে ক্লিক করুন
সবকিছু রেডি? আসুন এবার শুরু করা যাক। অন্য যে কোনো পিসিতে এক্সপি ডিস্ক লাগান। এরপর পেন্ড্রাইভ লাগিয়ে ntfs এ ফরম্যাট করুন। এখন আপনি নভিকর্প সফটওয়ারটি ওপেন করুন। এখন নিচের ছবির মত windows setup transfer wizard লেখার ডান পাশে টিক মার্ক এ ক্লিক করুন।

এখন আপনি নিচের ছবিতে দেখুন আমি এক জায়গায় ক্রস দিয়েছি সেখানে টিক মার্ক না দিয়ে নেক্সট এ ক্লিক করুন।

এখন আপনি দেখুন নিচের ছবিতে D আর E নামে ২ টা ড্রাইভ আছে। প্রথমে আপনি উপরের ড্রাইভ প্যাথ এর সিলেক্ট এ ক্লিক করুন এবং এখানে আপনার ডিভিডি রম পাইয়ে দিন।
আর আপনি নিচের E ড্রাইভ প্যাথ এ আপনার পেন্ড্রাইভ পাইয়ে দিন। নিচে আমি পর্যায়ক্রমে স্ক্রীনশট দিয়েছি। দেখে নিন।



আশা করি উপরের সব বুঝতে পেরেছেন। এখন আপনি নেক্সট এ ক্লিক করুন। এখন আপনি নিচের ছবির মতো লাইসেস্ন এগ্রিমেন্ট এক্সেপ্ট করে কন্টিনিউ এ ক্লিক করুন।

এখন দেখুন ডিভিডি রম থেকে আপনার পেন্ড্রাইভ এ ডাটা ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফার কমপ্লিট হলে নেক্সট এবং ফিনিশ করুন। এখন আপনার পেন্ড্রাইভ টি বুটেবল এক্সপি পেন্ড্রাইভ। প্রাথমিক কাজ শেষ।
এখন আপনি আপনার নেটবুক এ পেন্ড্রাইভ লাগান এবং নেটবুক অন করুন। এখন বুট থেকে ১ম বুট USB সিলেক্ট করুন। (একেক নেটবুক এ বুট মেনুতে যাওয়ার জন্য একেক কি ব্যবহার করতে হয়। তবে বেশীরভাগ নেটবুক এ f2 কি ব্যবহার করা হয়)। এখন আপনি sata mode selection গিয়ে IDE সিলেক্ট করে দিন। ব্যস বুট মেনুর কাজ শেষ। সেভ করে বেরিয়ে আসুন। এখন আপনার নেটবুক নিজে থেকেই বুট নিবে। এখন আপনি দেখুন সেটাপ শুরু হওয়ার আগে আপনার সামনে কিছু অপ্সহন আসবে যেমন text mode setup, GUI mode setup এবং আরো বেশ কিছু অপ্শন আসতে পারে। আপনি text mode setup নির্বাচন করুন। (বিঃ দ্রঃ এক্সপি সেটাপ নিতে কয়েক ঘন্টা লাগতে পারে। এর জন্য আবার ভয় পাবেন না)। আপনার সেটাপ শুরু হয়ে গেলো। পার্টিশান সিলেক্ট করার পর সেখানে windows এর ফাইলগুলো কপি হওয়া শুরু হবে। (১ থেকে ২ ঘন্টা লাগতে পারে) এরপর কপি হওয়ার পর আপনার নেটবুক রিস্টার্ট নিয়ে পরে GUI সেটাপ নিবে। এটা হলো এক্সপি ইন্সটলের ২য় ধাপ (যেখানে লেখা থাকে aproximetly 39 minutes)। এটা কমপ্লিট হওয়ার পর আবার GUI mode setup দিতে হবে কারন দেখবেন GUI mode setup + 1st start of windows লেখা আছে। কিছুক্ষনের মাঝে আপনার নেটবুক এ এক্সপি সেটাপ কমপ্লিট। আমি লিখাটা খুব তারাতারি শেষ করেছি কোনো সমস্যা হলে জানাবেন।
দুক্ষিতঃ অনিবার্য কারনে স্ক্রিনশট গুলো আপলোড হয়নি। খুব শীঘ্রই আপলোড করা হবে।

ফটো এডিট করুন ফটোশপ ছাড়াই


আপনারা অনেকেই ফটোশপ এর কাজ জানেন না। যারা জানেন না তাদের জন্য সুখবর। আপনি নিজেই ঘরে বসে ছবি এডিট করতে পারবেন। যেমন ধরুন আপনার একটা ছবি তোলা হলো কিন্তু তোলার পর দেখলেন যে ছবিতে আপনার মুখের দাগ দেখা যাচ্ছে বা ছবিতে এমন কিছু আছে যেটা বিব্রতকর বা আপনি আপনার চেহারাকে একটা সেলেব্রেটি লুক দিতে চাচ্ছেন। এসব আরো অনেক সমস্যার সমাধান আপনি ঘরে বসেই দিতে পারেন। এর জন্য আপনার দরকার একটা ৩ মেগাবাইটের সফটওয়ার Photo instrument. আপনি এখানে ক্লিক করে সফটওয়ারটি ডাউনলোড করতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি ওপেন করার সময় আপনাকে তারা ৬ টি ভিডিও দেখাবে। এবং আপনি সেই ভিডিও দেখে সব জানতে পারবেন। ব্যবহার করেই দেখুন কেমন লাগে। আর কোনো সমস্যা হলে আমাকে জানান। আমি আমার সাধ্যমত চেস্টা করবো সাহায্য করার জন্য।

অনলাইন ডিকশনারী গুগল ট্রান্সলেট


গুগলের জনপ্রিয় প্রোডাক্ট এর মাঝে গুগল ট্রান্সলেট একটি। এটি দিয়ে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করা যায়। যেমন ইংরেজি থেকে হিন্দি, উর্দু, স্পানিশ ইত্যাদি। আর আমাদের জন্য সুখবর হলো এখন থেকে বাংলাতেও ট্রান্সলেট করা যায়। এর জন্য প্রথমে আপনাকে translate.google.com এ যেতে হবে।  এরপর এখান থেকে কোন ভাষা থেকে কোন ভাষায় ট্রান্সলেট করতে চান তা নির্বাচন করুন। ধরুন আপনি ইংরেজি থেকে বাংলা নির্বাচন করলেন। তাহলে আপনি টেক্সট বক্সে ইংরেজি তে কিছু লিখুন। এরপর আপনি এটাকে ট্রান্সলেট করুন। এবার দেখুন মজা। আপনার ইংরেজি তথ্য টার বাংলা অর্থ আপনার চোখের সামনে। যারা সবসময় ইন্টারনেটে কাজ করে তাদের জন্য এই সার্ভিস টা সত্যি খুব চমৎকার। তবে বর্তমানে এর কিছু সমস্যা রয়েছে। যেমন ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করার সময় কিছু তথ্য আপনার কাছে উলটাপালটা আসতে পারে। এর কারন সম্পর্কে গুগল বলেছে "আমরা ভুল থেকে শিখতে চাই। আপনারা আমাদের ভুল গুলো ধরিয়ে দিবেন"। তো আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই আমরা নিখুত ভাবে বাংলায় ট্রান্সলেট করতে পারবো।

বুধবার, ২২ জুন, ২০১১

মঙ্গলবার, ২১ জুন, ২০১১

গুগল এর ভয়েস সার্চ সেবা

গুগল মামার নতুন আবিষ্কার ভয়েস দিয়ে সার্চ করা। কি কেমন মনে হচ্ছে? হুম আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আপনারাও অপশন টা যাচাই করে দেখতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে www.google.com এ যেতে হবে।। এখন দেখুন সার্চ বক্সের ডান কোনায় মাইক এর একটা চিনহ আছে। এখানে ক্লিক করার আগে দেখে নিন আপনার মাইক্রোফোন এর সংযোগ দেয়া আছে কিনা। না থাকলে সংযোগ দিয়ে নিন। এবার আপনি গুগল এর সার্চ বক্স এর সেই মাইক এর চিনহ তে ক্লিক করুন এবং বলুন ইউ এস এ। আপনাকে ইউ এস এ বলতে বললাম কারন এখানে আপনি প্রথমে ভয়েস দিয়ে সার্চ দিতে গেলে একটা বললে হয়ত আরেকটা দেখাবে। কিন্তু ইউএসএ প্রায় সব দেশেই একভাবে বলে। আর একটা কথা মনে রাখবেন এখানে কিন্ত আমেরিকান ইংলিশ বলার চেস্টা করবেন। আর বর্তমানে ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষা তারা গ্রহন করবেনা। হয়তো খুব শীঘ্রই বাংলাতেও এই সুবিধা পাওয়া যাবে। আর একটা ভিতরের কথা বলে দেই তা হলো গুগল কিন্তু আনুষ্ঠানিক ভাবে এটা এখনো চালু করেনি। তাই অনেকেই হয়তো এই সুবিধা পাবেন না।

রবিবার, ১৯ জুন, ২০১১

ফ্রী হোস্টিং দিয়ে টাকা আয় করুন।

আমার ঘাটাঘাটি বেশী হয় অনলাইনে টাকা কামানোর উপায় খুজে। কিন্তু সবাই যেভাবে টাকা কামায় আমি সেভাবে না করে অন্য ভাবে করার চেস্টা করি। আর যে সব জায়গা থেকে সফল হই সেসব কথা এখানে লিখি। কথা না বাড়িয়ে আসল কথা বলি। অনেকেই ফ্রী হোস্টিং ব্যবহার করেন। এই ফ্রী হোস্টিং দিয়ে এবার টাকা কামানো শুরু করুন। আপনি চাইলে একদিনেই ১০০ ডলার পেয়ে যেতে পারেন। কি অবাক হচ্ছেন? এই সুযোগ পাবেন আপনি 00webhost থেকে। এখন বলি কিভাবে করবেন। প্রথমে এখানে ক্লিক করুন। ওয়েবহোস্ট এর মেইন পেজ আসবে। এখানে দেখুন পেজ এর মাঝামাঝি ডান পাশে সাইনাপ লিখা আছে সেখানে ক্লিক করে সাইনাপ করুন। সাইনাপ কমপ্লিট হলে যে পেজ আসবে সেখানে দেখুন earn money লিখা আছে। সেখানে ক্লিক করুন এবং জইন করুন। এর পর তারা আপনাকে একটা লিঙ্ক দিবে। সেই লিঙ্ক টা আপনার ব্লগে বা ওয়েবপেজ এ বা বন্ধুদের দিন। ব্যস আপনার কাজ হয়ে গেলো। আপনার এই লিঙ্ক দিয়ে ২০ জন রেজিস্ট্রেশন করলেই আপনি ১০০ ডলার পেয়ে যাবেন। এখন কিছু নিয়ম আপনাদের জানিয়ে দেই।
১। রেজিস্ট্রেশন করে ফ্রী হোস্টিং ব্যবহার করতে হবে।
২। নিজের পিসি দিয়ে রেজিস্ট্রেশন করলে হবে না।
৩। নিজ্বস্য ডোমেইন বা তাদের সাব-ডোমেইন ব্যবহার করতে হবে।
আর আপনি টাকা পাবেন পেপাল এ।

এডসেন্স ছাড়া অন্য উপায়ে টাকা উপার্জন করুন।

এডসেন্স এক্টিভ হচ্ছে না? বা হলেও ব্যান হয়ে যাচ্ছে? এখন আবার এক্টিভ হলেও ভয়ে এড বসাতে পারছেন না? এত শর্ত মেনে কি চলা যায়? এডসেন্স এর আরেক নাম অলীক ( নামটা আমার দেওয়া )। এই দেওয়ার কারন হলো ১০০ জনের মাঝে ১ জন এই বস্তুর মজা পায়। এখন আসল কথায় আসি এর আগেও আমি অন্যান্য এড পাব্লিশার সাইট এর কথা বলেছিলাম। এবার আমার যাচাই করা কয়েকটা এড পাব্লিশার এর লিঙ্ক দিচ্ছি। ট্রাই করে দেখতে পারেন।

পয়সা - payout ১০ ডলার। এলার্ট পে, চেক, ব্যাঙ্ক পে
এডহিটজ - এখান থেকে ২ ডলার জমিয়ে এখানেই আপনার সাইট এর এড দিতে পারেন। বা ৫০ ডলার করে পে আউট করতে পারেন।
এডব্রাইট
এডসেন্সেস - ১০০ ডলার পে আউট পে পাল।




বুধবার, ১৫ জুন, ২০১১

বাংলাহ্যাক্স হ্যাক হয়েছে

কয়েকদিন আগে আমি আমার ব্লগে একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাহ্যাক্স এর এরো রিভার কে ফিরিয়ে আনুন। কিন্তু আজ সকালে বাংলাহ্যাক্স এ ঢুকে দেখি সাইট হ্যাক হয়েছে!!!!!! প্রথমে তো ভাবলাম চোখের ভুল। পরে ভালো করে দেখি যে আসলেই হ্যাক হয়েছে। কেন এই সাইট হ্যাক হলো? এই ব্লগ থেকেই তো অনেক নতুন ব্লগারের জন্ম। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। তথ্য বহূল এই ব্লগটাকে না আক্রমন করলে তো খুব একটা ক্ষতি হতো? আমি জানি না আপনাদের কি ভাবনা তবে আমি এর পক্ষপাতি না।

রবিবার, ১২ জুন, ২০১১

এরো রিভার কে ফিরিয়ে আনুন

বাংলাহ্যাক্স আমার ব্লগারের হাতেখরি। এখান থেকেই আমি ব্লগারের সব তথ্য নিয়ে কাজ করেছি। সেই সুবাদে আমি এরো রিভারের এক বিরাট ভক্ত। কিছুদিন আগে বাংলাহ্যাক্স ব্লগে দেখি লিখা হারিয়ে গেছে এরো রিভার। আমি ভাবলাম কিছুদিন পরে হয়তো আবার লিখা শুরু করবে। কিন্তু কয়েক মাস হয়ে গেলো তার কোনো খবর নাই। এরপর মাঝখানে আমার আবার কয়েক মাস অনলাইন এ আসা হয় নাই। এখন আবার অনলাইনে এসে দেখি আমাদের প্রিয় এরো রিভার এখনো ফিরে আসেনি। আমার মতে এটা হতে দেওয়া যায় না। আসুন আমরা তাকে ফিরিয়ে নিয়ে আসি। কিন্তু কিভাবে আনবো তাই তো জানিনা। প্লিজ আপনার কোনো উপায় বের করুন। কারন সে না থাকলে আমার মত নতুন ব্লগারদের পথে বসে পরতে হবে।
Get Free Facebook Likes, Twitter Follower and much more!

বুধবার, ৮ জুন, ২০১১

সহজ উপায়ে ফেভিকন বদলে ফেলুন (কোনো কোড ছাড়া)

ব্লগারদের জন্য সুখবর। আপনারা অনেকেই ব্লগিং করছেন কিন্তু ফেভিকন পাল্টাতে পারছেন না। (লিঙ্ক এর পাশে যে চিন্নহ থাকে তাকেই ফেভিকন বলে। যেমন ব্লগারের পাশে কমলা রঙের B চিন্নহ।)। ফেভিকন পাল্টানোর উপায় খুজতে গেলে দেখা যায় কোডিং এর ঝামেলা। এইসব ঝামেলা এবার আর থাকলো না। এখন আসল কথায় আসি। কিভাবে খুব সহজে আপনি ফেভিকন চেঞ্জ করবেন। প্রথমে আপনি যে আইকন কে ফেভিকন করতে চান সেটাকে ico ফরম্যাট করতে হবে। ico ফরম্যাট করতে এখানে ক্লিক করুন। ico ফাইলটি সেভ করুন। এবার আপনি ব্লগারে লগিন করুন। এরপর ডিজাইন এ ক্লিক করুন। এখন বাম পাশে দেখুন ফেভিকন নামে একটা গেজেট আছে।
এখন এই গেজেট এর Edit এ ক্লিক করুন। এখন আপনি সেই ico ফাইলটি আপলোড করুন এবং সেভ করুন। আপনার ব্লগটি রিস্টার্ট দিয়ে দেখুন তো আপনার লিঙ্ক এর পাশে আপনার আইকন্টি কেমন লাগছে?

শুক্রবার, ৩ জুন, ২০১১

All converter serial code






Xilisoft 3gp video converter serial code:
Name: Masud
s/n: D764E0FE51CA0FD1ADC75800-5CB9-8F0D-E2CB

ImTOO 3gp video converter serial code:
Name: Masud
S/N: 38A467CE7F996F3C42B584E4-866A-820B-8A1B

ImTOO MPEG to DVD converter serial code:
Name: Masud
S/N: 47C2F8F851E967B012031039-84D5-4D83-75F8


বৃহস্পতিবার, ২ জুন, ২০১১

প্লাস ওয়ান বাটন গুগলের নতুন আবিস্কার





এইমাত্র একটা নতুন জিনিস দেখলাম। গুগল এ সার্চ দিলেই সার্চ রেজাল্ট এর পাশে একটা প্লাস ওয়ান এর মত একটা বাটন। এটা অনেকটা আবার ফেসবুক এর লাইক বাটনের মত। তারপর এখন আবার আমি জিন্নাতুল হাসানের ব্লগ পরে জানতে পারলাম আসল কাহিনী। গুগল নাকি ফেসবুকের সাথে টেক্কা দিতে এই লাইক বাটন তৈরী কুরেছে। বিষয় টা দেখে খুব মজা পাইলাম। তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই প্লাস ওয়ান বাটন আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগেও ব্যবহার করতে পারবেন। এর মুল বিষয় টা জিন্নাতুল হাসানের ব্লগ থেকেই সরাসরি জেনে নিন। জানা এবং কোড পাওয়ার জন্য এখানে ক্লিক করুন

একাধিক চ্যাটবক্স ফেসবুকে


যদি আপনার বন্ধুর তালিকা অনেক লম্বা হয় তাহলে আপনার চ্যাট করতে অনেক সমস্যা হয়। একসাথে অনেকেই আপনাকে বার্তা পাঠায়। কিন্তু আপনি উত্তর দিতে পারেন না বলে বিব্রত হতে হয়। এসব নানাবিধ সমস্যার সমাধানের জন্য আপনি চাইলেই আপনার পছন্দের বন্ধুদের নিয়ে আলাদা একটা চ্যাটবক্স তৈরী করে নিতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে ফেসবুকে লগিন করে চ্যাট বক্স এ ক্লিক করে friend list এ ক্লিক করুন। এখন create a new list বক্সে কোনো নাম লিখে এন্টার চাপুন। এখন আবার চ্যাটবক্সে ক্লিক করে ওই নামের উপর মাউস নিলে এডিট লিখা আসবে এবং সেখানে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। সেখানে আপনার সব বন্ধুর তালিকা আসবে এবং সেখান থেকে আপনার পছন্দের বন্ধুদের নাম নির্বাচন করে save list এ ক্লিক করুন। এখন আপনি আবার চ্যাট বক্স ওপেন করে দেখুন উপরে আপনার নির্বাচন করা বন্ধুদের নাম এবং এর পর Others friends নামের আগের চ্যাট বক্সটি। এখন আপনি চ্যাট বক্সের উপরে ডান পাশে মাউস নিয়ে দেখুন go offline আছে সেখানে ক্লিক করলে আপনার আগের চ্যাটবক্সটি offline এ চলে যাবে।

মঙ্গলবার, ৩১ মে, ২০১১

ওয়েব সাইট থেকে আইপিও ফরম পুরন করবেন কিভাবে?



পুজি বাজারে অর্থ খাটাচ্ছেন অর্থাৎ শেয়ার ব্যবসা করছেন?  আপনাদের মধ্যে যারা প্রাইমারী শেয়ার এর জন্য আবেদন করেন তাদেরকে আইপিও ফরম প্রিন্ট করে হাতে পূরন করতে হয়। একাধিক আইপিও এবং বিও হিসাব থাকলে কাজটা আরো কঠিন হয়ে যায়।যদি আপনি এক ক্লিকে পছন্দের সব কোম্পানীর আইপিও এবং ইচ্ছামত বিও পূরন করতে পারেন তাহলে আপনার জন্য কেমন হয় একবার ভেবে দেখুন তো? এই সুবিধা নিয়ে এলো বিডি আইপিও নামের একটি সাইট।
প্রথমে আপনাকে এখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করতে হবে। আপনি চাইলে এখানে গুগল, ফেসবুক, ইয়াহু দিয়েও লগিন করতে পারবেন। লগিন করার পরে ডানের প্যানেল থেকে create BO account এ ক্লিক করে বিও একাউন্টে সব তথ্য দিন। এখানে মুলত আইপিও ফরম পূরন করতে যা লাগে  সেসব তথ্যই লাগবে। ফরম পূরন শেষে create বাটনে ক্লিক করুন। এভাবে আপনি আরো বিও একাউন্ট করতে পারেন। বিও ফরম এডিট করতে চাইলে BO account list এ ক্লিক করতে হবে।
আইপিও ফরম পূরন করার জন্য ডানের প্যানেল থেকে Generate general form আর প্রবাসী বাংলাদেশী হলে generate NRB form এ ক্লিক করতে হবে। এখানে আপনি চলতি সব কোম্পানীর নাম এবং  নিচে আপনার সব বিওর তালিকা রয়েছে। যে যে কোম্পানির আইপিও পূরন করতে চান সেগুলো মার্ক করে বিও একাউন্টগুলো সিলেক্ট করে generate form বাটনে ক্লিক করতে হবে। চেক জমা দিতে চাইলে ad check details এ ক্লিক করে তথ্য দিতে হবে। তাহলে আইপিও ফরম পূরন হয়ে তা পিডিএফ ফরম্যাট এ ডাউনলোড হবে।

পুরো পেজ এর স্ক্রিনশট নিবেন কিভাবে


অনেক সময় ওয়েব পেজ দেখার সময় আমাদের পুরো পেজ এর ছবি (স্ক্রিনশট) সংগ্রহ করার প্রয়োজন হয়। কিন্তু তখন যদি মনিটরে পুরো পেজ দেখা না যায় তাহলে ছবি নিতে অনেক সমস্যা হয়। মজিলা ফায়ারফক্স এ আপনি ৭০ কিলোবাইট এর একটি এড-অন জোগ করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এ জন্য আপনাকে প্রথমে মজিলা ওপেন করে এখানে ক্লিক করুন। এখন ad to firefox এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডো এলে install now এ ক্লিক করুন। এখন আপনার পিসিতে এই এড-অন ইন্সটল হবে। restatrt firefox এ ক্লিক করলে মজিলা ফায়ারফক্স বন্ধ হয়ে আবার চালু হবে। এখন ফায়ারফক্স দিয়ে কোনো পেজ ওপেন করে পেজ এর উপর মাউজ রেখে রাইট বাটনে ক্লিক করুন, দেখুন সবার নিচে screenGrab নামে একটি অপশন আছে। এখন শুধু save-complete page-Frame এ ক্লিক করে jpg ফরম্যাট এ সেভ করুন।

শুক্রবার, ২২ এপ্রিল, ২০১১

আবার ফিরে আসলাম

৬মাস ধরে আমি অনলাইনের বাইরে। অনেকদিন পর আজ আবার ব্লগে লিখছি। কি লিখবো ভেবে পাচ্ছিলাম না। তাই ভাবলাম আমি যে আবার লিখা শুরু করেছি তাই আপনাদের জানাই। এ ৬ মাস আমি আমার মোবাইল দিয়ে আমার পরিচিত সবার ব্লগ পরেছি। এখন মনে হচ্ছে আমার এই ৬মাস বিরতির কারনে আমি অনেক পিছিয়ে গেলাম। এখন যার উন্নতি টা সবচেয়ে ভালো লেগেছে সে হলো স্যাম আজগর। আশা করি এখন আমি আবার আপনাদের সাথে হাতে হাত রেখে চলতে পারবো। আমি খুব শীঘ্রই আপনাদের নতুন কিছু জানাব। ভালো থাকবেন।
review http://www.carzon.tk on alexa.com