বুধবার, ৮ জুন, ২০১১

সহজ উপায়ে ফেভিকন বদলে ফেলুন (কোনো কোড ছাড়া)

ব্লগারদের জন্য সুখবর। আপনারা অনেকেই ব্লগিং করছেন কিন্তু ফেভিকন পাল্টাতে পারছেন না। (লিঙ্ক এর পাশে যে চিন্নহ থাকে তাকেই ফেভিকন বলে। যেমন ব্লগারের পাশে কমলা রঙের B চিন্নহ।)। ফেভিকন পাল্টানোর উপায় খুজতে গেলে দেখা যায় কোডিং এর ঝামেলা। এইসব ঝামেলা এবার আর থাকলো না। এখন আসল কথায় আসি। কিভাবে খুব সহজে আপনি ফেভিকন চেঞ্জ করবেন। প্রথমে আপনি যে আইকন কে ফেভিকন করতে চান সেটাকে ico ফরম্যাট করতে হবে। ico ফরম্যাট করতে এখানে ক্লিক করুন। ico ফাইলটি সেভ করুন। এবার আপনি ব্লগারে লগিন করুন। এরপর ডিজাইন এ ক্লিক করুন। এখন বাম পাশে দেখুন ফেভিকন নামে একটা গেজেট আছে।
এখন এই গেজেট এর Edit এ ক্লিক করুন। এখন আপনি সেই ico ফাইলটি আপলোড করুন এবং সেভ করুন। আপনার ব্লগটি রিস্টার্ট দিয়ে দেখুন তো আপনার লিঙ্ক এর পাশে আপনার আইকন্টি কেমন লাগছে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

review http://www.carzon.tk on alexa.com