বৃহস্পতিবার, ২ জুন, ২০১১

একাধিক চ্যাটবক্স ফেসবুকে


যদি আপনার বন্ধুর তালিকা অনেক লম্বা হয় তাহলে আপনার চ্যাট করতে অনেক সমস্যা হয়। একসাথে অনেকেই আপনাকে বার্তা পাঠায়। কিন্তু আপনি উত্তর দিতে পারেন না বলে বিব্রত হতে হয়। এসব নানাবিধ সমস্যার সমাধানের জন্য আপনি চাইলেই আপনার পছন্দের বন্ধুদের নিয়ে আলাদা একটা চ্যাটবক্স তৈরী করে নিতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে ফেসবুকে লগিন করে চ্যাট বক্স এ ক্লিক করে friend list এ ক্লিক করুন। এখন create a new list বক্সে কোনো নাম লিখে এন্টার চাপুন। এখন আবার চ্যাটবক্সে ক্লিক করে ওই নামের উপর মাউস নিলে এডিট লিখা আসবে এবং সেখানে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। সেখানে আপনার সব বন্ধুর তালিকা আসবে এবং সেখান থেকে আপনার পছন্দের বন্ধুদের নাম নির্বাচন করে save list এ ক্লিক করুন। এখন আপনি আবার চ্যাট বক্স ওপেন করে দেখুন উপরে আপনার নির্বাচন করা বন্ধুদের নাম এবং এর পর Others friends নামের আগের চ্যাট বক্সটি। এখন আপনি চ্যাট বক্সের উপরে ডান পাশে মাউস নিয়ে দেখুন go offline আছে সেখানে ক্লিক করলে আপনার আগের চ্যাটবক্সটি offline এ চলে যাবে।

1 টি মন্তব্য:

  1. আমি এভাবেই ফ্রেন্ডলিস্ট বানিয়ে মেসেজ/চ্যাটবক্স/সাজেস্ট ইউজ করি :)
    by azgor

    উত্তরমুছুন

review http://www.carzon.tk on alexa.com