সোমবার, ২৭ জুন, ২০১১

নেটবুক এ এক্সপি সেটাপ দিন পেন্ড্রাইভ দিয়ে

নেটবুক এ এক্সপি সেটাপ দিবেন কিভাবে?
আমি আমার নেটবুক কেনার কিছুদিন পরেই অপারেটিং সিস্টেম নিয়ে ঝামেলায় পরি। অনেক চেস্টা করেও আমি এক্সপি সেটাপ দিতে পারিনি। তারপর আমার এক বন্ধু স্যাম আজগর চেস্টা করেও পারেনি। এরপর অনেক খাটাখাটনির পর আমি এর সমাধান পেয়েছি। আজ আমি আপনাদের তা জানাবো।
*প্রথমে আপনি এমন এক এক্সপি ডিস্ক যোগার করুন যেটা দিয়ে আগে সেটাপ দিয়েছেন (কারন বাজারে এখন যেসব সিডি পাওয়া যায় তার বেশীর ভাগই কাজ করেনা।)
*একটা ৪ জিবি (4gb) পেন্ড্রাইভ
* নভিকর্প উইন টু ফ্ল্যাশ 0.7.0000 বেটা (novicorp win to flash 0.7.0000 beta) সফটওয়ার। (আরো অনেক ভার্শন পাবেন। আমি যেহেতু এই ভার্শন দিয়ে দিয়েছি তাই এটার কথা বললাম)। সফটওয়ারটি পেতে এখানে ক্লিক করুন
সবকিছু রেডি? আসুন এবার শুরু করা যাক। অন্য যে কোনো পিসিতে এক্সপি ডিস্ক লাগান। এরপর পেন্ড্রাইভ লাগিয়ে ntfs এ ফরম্যাট করুন। এখন আপনি নভিকর্প সফটওয়ারটি ওপেন করুন। এখন নিচের ছবির মত windows setup transfer wizard লেখার ডান পাশে টিক মার্ক এ ক্লিক করুন।

এখন আপনি নিচের ছবিতে দেখুন আমি এক জায়গায় ক্রস দিয়েছি সেখানে টিক মার্ক না দিয়ে নেক্সট এ ক্লিক করুন।

এখন আপনি দেখুন নিচের ছবিতে D আর E নামে ২ টা ড্রাইভ আছে। প্রথমে আপনি উপরের ড্রাইভ প্যাথ এর সিলেক্ট এ ক্লিক করুন এবং এখানে আপনার ডিভিডি রম পাইয়ে দিন।
আর আপনি নিচের E ড্রাইভ প্যাথ এ আপনার পেন্ড্রাইভ পাইয়ে দিন। নিচে আমি পর্যায়ক্রমে স্ক্রীনশট দিয়েছি। দেখে নিন।



আশা করি উপরের সব বুঝতে পেরেছেন। এখন আপনি নেক্সট এ ক্লিক করুন। এখন আপনি নিচের ছবির মতো লাইসেস্ন এগ্রিমেন্ট এক্সেপ্ট করে কন্টিনিউ এ ক্লিক করুন।

এখন দেখুন ডিভিডি রম থেকে আপনার পেন্ড্রাইভ এ ডাটা ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফার কমপ্লিট হলে নেক্সট এবং ফিনিশ করুন। এখন আপনার পেন্ড্রাইভ টি বুটেবল এক্সপি পেন্ড্রাইভ। প্রাথমিক কাজ শেষ।
এখন আপনি আপনার নেটবুক এ পেন্ড্রাইভ লাগান এবং নেটবুক অন করুন। এখন বুট থেকে ১ম বুট USB সিলেক্ট করুন। (একেক নেটবুক এ বুট মেনুতে যাওয়ার জন্য একেক কি ব্যবহার করতে হয়। তবে বেশীরভাগ নেটবুক এ f2 কি ব্যবহার করা হয়)। এখন আপনি sata mode selection গিয়ে IDE সিলেক্ট করে দিন। ব্যস বুট মেনুর কাজ শেষ। সেভ করে বেরিয়ে আসুন। এখন আপনার নেটবুক নিজে থেকেই বুট নিবে। এখন আপনি দেখুন সেটাপ শুরু হওয়ার আগে আপনার সামনে কিছু অপ্সহন আসবে যেমন text mode setup, GUI mode setup এবং আরো বেশ কিছু অপ্শন আসতে পারে। আপনি text mode setup নির্বাচন করুন। (বিঃ দ্রঃ এক্সপি সেটাপ নিতে কয়েক ঘন্টা লাগতে পারে। এর জন্য আবার ভয় পাবেন না)। আপনার সেটাপ শুরু হয়ে গেলো। পার্টিশান সিলেক্ট করার পর সেখানে windows এর ফাইলগুলো কপি হওয়া শুরু হবে। (১ থেকে ২ ঘন্টা লাগতে পারে) এরপর কপি হওয়ার পর আপনার নেটবুক রিস্টার্ট নিয়ে পরে GUI সেটাপ নিবে। এটা হলো এক্সপি ইন্সটলের ২য় ধাপ (যেখানে লেখা থাকে aproximetly 39 minutes)। এটা কমপ্লিট হওয়ার পর আবার GUI mode setup দিতে হবে কারন দেখবেন GUI mode setup + 1st start of windows লেখা আছে। কিছুক্ষনের মাঝে আপনার নেটবুক এ এক্সপি সেটাপ কমপ্লিট। আমি লিখাটা খুব তারাতারি শেষ করেছি কোনো সমস্যা হলে জানাবেন।
দুক্ষিতঃ অনিবার্য কারনে স্ক্রিনশট গুলো আপলোড হয়নি। খুব শীঘ্রই আপলোড করা হবে।

1 টি মন্তব্য:

review http://www.carzon.tk on alexa.com