সোমবার, ২৭ জুন, ২০১১
ফটো এডিট করুন ফটোশপ ছাড়াই
আপনারা অনেকেই ফটোশপ এর কাজ জানেন না। যারা জানেন না তাদের জন্য সুখবর। আপনি নিজেই ঘরে বসে ছবি এডিট করতে পারবেন। যেমন ধরুন আপনার একটা ছবি তোলা হলো কিন্তু তোলার পর দেখলেন যে ছবিতে আপনার মুখের দাগ দেখা যাচ্ছে বা ছবিতে এমন কিছু আছে যেটা বিব্রতকর বা আপনি আপনার চেহারাকে একটা সেলেব্রেটি লুক দিতে চাচ্ছেন। এসব আরো অনেক সমস্যার সমাধান আপনি ঘরে বসেই দিতে পারেন। এর জন্য আপনার দরকার একটা ৩ মেগাবাইটের সফটওয়ার Photo instrument. আপনি এখানে ক্লিক করে সফটওয়ারটি ডাউনলোড করতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি ওপেন করার সময় আপনাকে তারা ৬ টি ভিডিও দেখাবে। এবং আপনি সেই ভিডিও দেখে সব জানতে পারবেন। ব্যবহার করেই দেখুন কেমন লাগে। আর কোনো সমস্যা হলে আমাকে জানান। আমি আমার সাধ্যমত চেস্টা করবো সাহায্য করার জন্য।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
reg key koi
উত্তরমুছুনplz mail me at mazumdaranik@yahoo.com
উত্তরমুছুনআপনাকে কি মেইল করবো সেটা কিন্তু বলেন নাই।
উত্তরমুছুনআর আমি এখানেই reg key দিয়ে দিচ্ছি।
Photo Intrument v-2.9 এর
Registrar:
Email : revenge@crew.com
S/N: 02-UYNOGJIG
আশা করি আপনাদের ভাল লাগবে।