বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১
পুলিশের অভিনব চাদাবাজি। সচিত্র প্রতিবেদন
আমাদের এই বাংলাদেশ এ অনেকেই আছে যারা বে আইনী কাজ করে থাকে। এমন কি আমরা এটাও জানি যে আমাদের রক্ষাকারী পুলিশ পর্যন্ত বে-আইনী কাজ করে। কি আমার কথা শুনে মনে মনে বলছেন যে এটা আর নতুন কি এটা তো সবাই বলে, এমনকি সবাই এটা জানে। কিন্তু কখনো কি নিজের চোখে দেখেছেন যে পুলিশ চাদাবাজি করে? কি অবাক হয়ে গেলেন? গত ১৭/০৮/২০১০ ইং তারিখে ATN News চ্যানেল এ সচিত্র একটি সংবাদ হয়েছে এই চাদাবাজি নিয়ে। পুলিশ এলাকার রংবাজদের সাহায্যে টোকেন দিয়ে গারি থেকে চাদাবাজি করছে। ৩ দিন ধরে ATN News এর সাংবাদিক এই চাদাবাজির উপর নজর রেখে পরে হাতেনাতে ধরেছে। তখনো পুলিশ বাবাজি এটা মানতে নারাজ। নিচের ভিডিও টি দেখুন। এবং নিচে আপনার মতামত লিখুন। এবং আমাদের বলুন এখন কি করা উচিত।
আপনার মতামত দিন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
বংলাদেশের পুলিশ ঘোষ খাইতেই পারে ।
উত্তরমুছুনজিনিসটা শেয়ার করার জন্য ধন্যবাদ । এরকম আরো কিছু থাকলে শেয়ার করবেন ।
এখন আমরা একটা জিনিসই করতে পারি সেটা হচ্ছে........এই পুলিশগুলারে ধইরা গুলিস্তানের মোড়ে সারাদিন কান ধরাইয়া দাড় করাইয়া রাখা উচিত। শেষে মাথার চুল কেটে দিয়ে, আন্ডারওয়ার পরাইয়া পুরা ঢাকা ঘুড়ানো উচিত।
উত্তরমুছুনআমি সবসময় আমার সেরাটা আপনাদের দেওয়ার চেস্টা করি। আমি জানিনা আমি কতটুকু পারি। @ sam azgor
উত্তরমুছুনআমার মনে হয় এতেও বাংলাদেশ এর পুলিশ এর লজ্জা হবে না @ শামীম ভাই
উত্তরমুছুনএতে অবাক হবার কিছু নাই আমি দেখছি নিজের চোখে।
উত্তরমুছুনএই চিত্র আমিও দেখেছি। ইউনিভারসিটি থেকে আসার সময়,মহাখালি তে,বাস থামিএ চাদা তুলতে। একেই বলে রখক যখন ভখক।
উত্তরমুছুনধন্যবাদ আসিফ এবং তুহিন আপনাদের মতামত দেওয়ার জন্য।
উত্তরমুছুন:)) moja pailam
উত্তরমুছুনvai ki korbe tara ai kottar bassader beton to kom
উত্তরমুছুনBeton kom bole ki shobai emon? ei olpo kichu police er jonno jatir opoman
উত্তরমুছুন