মঙ্গলবার, ২১ জুন, ২০১১
গুগল এর ভয়েস সার্চ সেবা
গুগল মামার নতুন আবিষ্কার ভয়েস দিয়ে সার্চ করা। কি কেমন মনে হচ্ছে? হুম আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আপনারাও অপশন টা যাচাই করে দেখতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে www.google.com এ যেতে হবে।। এখন দেখুন সার্চ বক্সের ডান কোনায় মাইক এর একটা চিনহ আছে। এখানে ক্লিক করার আগে দেখে নিন আপনার মাইক্রোফোন এর সংযোগ দেয়া আছে কিনা। না থাকলে সংযোগ দিয়ে নিন। এবার আপনি গুগল এর সার্চ বক্স এর সেই মাইক এর চিনহ তে ক্লিক করুন এবং বলুন ইউ এস এ। আপনাকে ইউ এস এ বলতে বললাম কারন এখানে আপনি প্রথমে ভয়েস দিয়ে সার্চ দিতে গেলে একটা বললে হয়ত আরেকটা দেখাবে। কিন্তু ইউএসএ প্রায় সব দেশেই একভাবে বলে। আর একটা কথা মনে রাখবেন এখানে কিন্ত আমেরিকান ইংলিশ বলার চেস্টা করবেন। আর বর্তমানে ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষা তারা গ্রহন করবেনা। হয়তো খুব শীঘ্রই বাংলাতেও এই সুবিধা পাওয়া যাবে। আর একটা ভিতরের কথা বলে দেই তা হলো গুগল কিন্তু আনুষ্ঠানিক ভাবে এটা এখনো চালু করেনি। তাই অনেকেই হয়তো এই সুবিধা পাবেন না।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
ভয়েস সার্চ এর কথা আমি আর হিমু অনেক আগে একবার চিন্তা করেছিলাম। এতদিন পর তা রিলিজ হল :)
উত্তরমুছুনগুগল ট্রান্সলেটরে এখন বঙ্গানুবাদ করা যায়। বিষয়টা দেখেছেন কি ??
tamil movie
ji ami dekhechi. vabchi ekta post korbo.
উত্তরমুছুন