এইমাত্র একটা নতুন জিনিস দেখলাম। গুগল এ সার্চ দিলেই সার্চ রেজাল্ট এর পাশে একটা প্লাস ওয়ান এর মত একটা বাটন। এটা অনেকটা আবার ফেসবুক এর লাইক বাটনের মত। তারপর এখন আবার আমি জিন্নাতুল হাসানের ব্লগ পরে জানতে পারলাম আসল কাহিনী। গুগল নাকি ফেসবুকের সাথে টেক্কা দিতে এই লাইক বাটন তৈরী কুরেছে। বিষয় টা দেখে খুব মজা পাইলাম। তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই প্লাস ওয়ান বাটন আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগেও ব্যবহার করতে পারবেন। এর মুল বিষয় টা জিন্নাতুল হাসানের ব্লগ থেকেই সরাসরি জেনে নিন। জানা এবং কোড পাওয়ার জন্য এখানে ক্লিক করুন।
বৃহস্পতিবার, ২ জুন, ২০১১
প্লাস ওয়ান বাটন গুগলের নতুন আবিস্কার
এইমাত্র একটা নতুন জিনিস দেখলাম। গুগল এ সার্চ দিলেই সার্চ রেজাল্ট এর পাশে একটা প্লাস ওয়ান এর মত একটা বাটন। এটা অনেকটা আবার ফেসবুক এর লাইক বাটনের মত। তারপর এখন আবার আমি জিন্নাতুল হাসানের ব্লগ পরে জানতে পারলাম আসল কাহিনী। গুগল নাকি ফেসবুকের সাথে টেক্কা দিতে এই লাইক বাটন তৈরী কুরেছে। বিষয় টা দেখে খুব মজা পাইলাম। তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই প্লাস ওয়ান বাটন আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগেও ব্যবহার করতে পারবেন। এর মুল বিষয় টা জিন্নাতুল হাসানের ব্লগ থেকেই সরাসরি জেনে নিন। জানা এবং কোড পাওয়ার জন্য এখানে ক্লিক করুন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন