· মাইক্রোসফট একটি যুক্তরাস্ট্রভিত্তিক প্রতিষ্ঠান।
· বিল গেটস ও পল এল্যান ১৯৭৫ সালের ৪ এপ্রিল মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
· ১৯৭৯ সালের পহেলা জানুয়ারী মেক্সিকোর এলবার্কিক শহরে কার্যালয় স্থাপন করেন। বর্তমানে এটির সদর দপ্তর যুক্তরাস্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে অবস্থিত।
· মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় সফটওয়ারগুলো হলো- মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও মাইক্রোসফট অফিস।
· মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেমের নাম ছিলো জেনিক্স, যা ১৯৮১ সালে প্রকাশিত হয়। পরে এটি বিক্রি করে দেওয়া হয়।
· সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী বিশ্বের প্রায় ৮৭ শতাংশ ডেস্কটপ কম্পিঊটার ব্যবহারকারী উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে।
· মাইক্রোসফট সফটওয়ার- সম্পর্কিত প্রায় ১০০০০ পেটেন্টের মালিক।
· প্রযুক্তি ব্যবসার পাশাপাশি মাইক্রোসফট বড়শিল্পকর্ম সংগ্রাহকও। এর প্রধান এবং শাখা কার্যালয়ের দেয়ালগুলোতে প্রায় ৫০০ টিরও বেশী বিখ্যাত শিল্পীর চিত্রকর্ম, ছবি, সিরামিক্স শো পিস শোভা পায়।
· মাইক্রোসফটের কর্মীর সংখ্যা প্রায় ৯৫ হাজার।প্রতিষ্ঠান্টিতে পুরুষ ও নারী কর্মীর অনুপাত যথাক্রমে ৭৭ ও ২৩ শতাংশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন