আমার এস এস সি পরীক্ষার রেজাল্টের পর আমার কিছু বড় ভাইরা বলল যে কক্সবাজার ঘুরতে যাবে। তখন আমি বললাম আমিও যাবো। তখন বড় ভাই জানতে চাইলো আমাদের ১ টা প্রাইভেট কার আছে রেন্ট এ কারে সেটা নেওয়া যাবে নাকি। আমি বললাম নেওয়া যাবে। ঠিক করলাম পরদিন বিকেলেই রওনা হব। কথামত আমরা পরদিন বিকেলে রওনা হলাম। যখন আমরা কুমিল্লা ব্রিজের এখানে পৌছলাম দেখি সারা রাতের জন্য ব্রিজ বন্ধ করে দিয়েছে। ব্রিজে নাকি কি সমস্যা হয়েছে।তখন আমরা ভাবলাম রওনা যখন হয়েছি কক্সবাজার আমরা যাবোই। আমরা ঘুরপথে বি-বাড়িয়া দিয়ে গেলাম। গাড়িতে আমরা ৪ জন আর আমাদের ড্রাইভার ছিলাম। আমরা অনেক মজা করতে করতে গিয়েছি। যখন আমাদের গাড়ি চিটাগাং থেকে লাস্ট গ্যাস নিলো এর পর আমি একটু ঘুমিয়ে নিয়েছি। কক্সবাজার যখন আর ২০ কিলোমিটার বাকি তখন ড্রাইভার আমাকে ডেকে তুলে বলল সে আর গাড়ি চালাতে পারছেনা। তখন আমি গাড়ি ড্রাইভ করে কক্সবাজার গেলাম। যখন প্রথমআমার চোখে সমুদ্র পড়লো তখন আমি ভাবলাম এটা বুঝি আকাশ। পরে বুঝলাম না আমি সত্যি সমুদ্রের দেখা পেলাম। প্রথমেই বীচ এ গিয়ে সমুদ্রের পানিতে ঝাপিয়ে পরলাম। ২ ঘন্টার মত পানিতে দাপাদাপি করে উঠে সেখানেই এক বাথরুমে গোসল করলাম। এর পরে গেলাম হোটেলের খোজে। হোটেলের রুম বুক করে বের হলাম কক্সবাজার ঘুরে দেখতে। এরপর বিকেলে আবার বীচ এ গিয়ে সূর্যাস্ত দেখলাম। এরপর রুম এ ফিরে এতই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে ঘুমিয়ে পরলাম। রাত ১০ টায় অপু ভাই আমাকে ডেকে তুলে নিয়ে গেলো ডিনার করতে। ডিনার করে আমরা আবার একটু বীচ থেকে ঘুরে এসে ঘরে কতক্ষন গল্প করে ঘুমিয়ে পরলাম। সকালে ঘুম থেকে উঠে গেলাম পাহাড়টিলা। সেখানে নাস্তা করে পাহাড়ে উঠলাম। পাহাড় থেকে সমুদ্র কে এত সুন্দর লাগছিলো যা ভাষায় প্রকাশ করা যাবে না। এর কিছুক্ষন পরেই আমরা আবার বাড়ির উদ্যেশ্যে রওনা হলাম। আর আমাদের ড্রাইভার টা জোর করেই প্রায় পূরোটা রাস্তা আমাকে দিয়ে ড্রাইভ করালো।অবশ্য এতে আমি খুশিই হয়েছি কারন তখন মাত্র ২ শপ্তাহ আগে আমি ড্রাইভিং শিখেছি।
অল্প কথায় আমি সব শেষ করে ফেলি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
কক্সবাজার ভ্রুমনের খরচ
গাড়ির খরচ ৩৭০০ টাকা রেন্ট ছারা
খাওয়া ১৫০-৫৫০ জনপ্রতি
হোটেল ৩০০- ৫০০০ প্রতি রাত
বিঃ দ্রঃ আপনি যদি একা কম খরচে যেতে চান তাহলে চিটাগাং পর্যন্ত ট্রেন এ চলে যান। এরপর সেখান থেকে বাস এ কক্সবাজার। এতে আপনার খরচ পরবে ৪০০ টাকা। ২ রাত থাকবেন ৬০০ টাকা। এবং খাওয়া ৬০০ টাকায় ২ দিন। আপনি সর্বমোট ২৫০০-৩০০০টাকা নিয়ে কক্সবাজার এ ৪৮ ঘন্টা কাটাতে পারবেন।
ঠকবাজ হইতে সাবধান
আমি জাব কিন্তু টাকা নাই। টাকা দিব কে বল তো ।
উত্তরমুছুন