মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০১০

ফেসবুকের নোটিফিকেশন আসবে এখন থেকে আপনার মোবাইলে



আপনারা অনেকেই হয়তো মোবাইলে ফেসবুকের নোটিফিকেশন পাওয়ার জন্য চেস্টা করেছেন। চেস্টা করে দেখতে পেরেছেন ফেসবুকের এই সার্ভিস বাংলাদেশের গ্রাহকরা পাবে না। এটা কি সম্ভব???? আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ব আর আমরা যদি ভালো কোনো সার্ভিস থেকে বঞ্চিত হই এটা কি মেনে নেওয়া যায়? কখনোই না। আমরাও ফেসবুকের নোটিফিকেশন আমাদের মোবাইলে পাবো তাও আবার বিনাম্যল্যে
এর জন্য আপনাকে প্রথমে ফেসবুকে লগিন করতে হবে। এর পর Accounts এ ক্লিক করে Account Settings এ ক্লিক করুন। এরপর Mobile এ ক্লিক করুন। এখন আপনার মোবাইলটি হাতে নিন। মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন fb। এখন আপনি যদি গ্রামীনফোন গ্রাহক হয়ে থাকেন তাহলে এই মেসেজ সেন্ড করুন ২৫৫৫ নাম্বারে, আর আপনি যদি বাংলালিঙ্ক গ্রাহক হয়ে থাকেন তাহলে এই মেসেজ সেন্ড করুন ৩২৬৬৫ নাম্বারে। এখন আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন এবং মেসেজ এ একটা কোড আছে। কোড টি সংরক্ষন করুন। এখন আপনি আপনার কম্পিউটারে দেখুন Already received a confirmation code? লিখা আছে। এটাতে ক্লিক করুন এবং আপনার মোবাইলের কোডটি সেখানে লিখে দিন। ব্যাস হয়ে গেলো ।!!!
এখন আপনি কি কি নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে চান তার সেটিংগুলি করে দিন। এখন আপনি আপনার মোবাইল থেকেই পাবেন ফেসবুকের যাবতীয় খবর। চাইলে মোবাইল থেকেও আপনি আপনার ফেসবুকের Wall এ আপনার ষ্টাটাস পোষ্ট করতে পারবেন, আপনার যদি কোন ফ্রেন্ড রিকুয়েষ্ট থাকে, যদি কেউ আপনার ফ্রেন্ড রিকুয়েষ্ট গ্রহণ করে ইত্যাদি আরো অনেক খবর আপনার মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফেসবুক আপনাকে জানাবে।

২টি মন্তব্য:

review http://www.carzon.tk on alexa.com