মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০১০

সিলেট ট্যুর


তখন আমি ঢাকায়। আর ৭ দিন পর আমার এস এস সি রেজাল্ট দিবে। রাত ৮ টায় আমার এক বন্ধু আমাকে কল দিয়ে বলল সিলেট যাবে ঘুরতে। আমি বললাম আমি যাবো না। সে বলল আমি না গেলে তারা কেউ যাবেনা। বাধ্য হয়ে আমার রাজি হতে হল। তখন সে বলল এখনি আমাকে রওনা হয়ে শিবপুর ইটাখোলা আসতে। আমরা রাত ১০ টায় সেখানে গেলাম। তারা আসলো রাত ১২ টায়। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম।গাড়িতে আমরা অনেক মজা করলাম। আমরা সবাই মিলে প্ল্যান করলাম প্রথমে আমরা জাফলং যাবো। ভোরে আমরা সেখানে পৌছলাম। এর মাঝে আমি একটা ঘুম দিয়ে উঠলাম। জাফলং দেখে মনে হলো আমি আমার জীবনে যত সুন্দর জায়গাতে গিয়েছি তার মধ্যে জাফলং সবচেয়ে সুন্দর জায়গা। আমরা সেখানে প্রায় ২ ঘন্টা ঘুরলাম। এর পর আমরা হযরত শাহজালাল (রাঃ) এর মাজারের উদ্দেশ্যে রওনা হলাম। ১০ টায় আমরা সেখানে পৌছে নাস্তা করে পরে মাযার জিয়ারত করে গেলাম হযরত শাহ পরান (রাঃ) এর মাযারে। সেখানে মাযার জিয়ারত করে গেলাম সিলেট শহরের এক জায়গায় (নাম টা ভুলে গিয়েছি) পাতার বিড়ি কিনার জন্য্। এর পর আমরা রওনা হলাম মাধবকুন্ড’র উদ্যেশ্যে। আমরা সেখানে পৌছলাম বিকেল ৩ টায়। সেখানে আমরা ২ ঘন্টা ছিলাম। এর মাঝে আমরা ঝরনাতে গোসল করেছি পাহারে উঠেছি। এখানে পাহাড়ে উঠার কথা আমি জীবনেও ভুলতে পারবনা। পাহাড়ের উপর দিয়ে ঝরনার পানি কোনখান দিয়ে পড়ে তা দেখতে চেয়েছিলাম। কিন্তু এমন সব বিপদজনক জায়গা দিয়ে যেতে হয়েছে তা বর্নণা করা যাবে না। এক্সময় আমার মনে হয়েছিলো আমি বোধ হয় আর জীবনেও বাসায় ফিরে যেতে পারবনা। যাই হোক এক্সময় আমরা নিচে নামলাম। তারপর এই শেষ বিকেলে আমরা দুপুরের খাবার খেলাম। খাওয়া শেষ করে আমরা আবার নরসিংদীর উদ্যেশ্যে রওনা হলাম। রাত সাড়ে ১০ টায় আমরা বাসায় এসে পৌছলাম।
সিলেট ভ্রুমনে আমাদের খরচ
আমরা গিয়েছিলাম ১২ জন
মাইক্রো ভাড়া ৬০০০ টাকা
খাওয়া ব্যক্তিগত
বিঃ দ্রঃ আমি এখানে খরচ উল্লেখ করেছি কারণ আপনারা অনেকেই হয়তো জানতে চাইতে পারেন আমাদের এই ২৪ ঘন্টার ট্যুর সিলেট এর সব দর্শনীয় স্থান ঘুরতে কত খরচ হয়েছে। আপনারা যদি আমাদের মত করে সিলেট ট্যুরে যান তাহলে আশা করি আপনারাও এভাবে ২৪ ঘন্টায় সব ঘুরতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

review http://www.carzon.tk on alexa.com