সোমবার, ২৬ জুলাই, ২০১০
My adsense
আমার এডসেন্স এক্টিভ হউয়ার পর আমি আনন্দে লাফানো শুরু করি। মনে মনে ভাবি এখন আমি স্প্যাম করলেই হয়তো আমার এডসেন্স এর এড এ ক্লিক পরবে। এর পর আমি শুরু করলাম স্প্যাম। ফেসবুক, টুইটার সব জায়গায় স্প্যাম শুরু করলাম। এক্সময় আমি খেয়াল করলাম আমার ব্লগ এর জনপ্রিয়তা কমে গেছে। আমি স্প্যাম করলে আমার ব্লগ এ ভিজিট হয় আর স্প্যাম না করলে হয় না। এই বিষয় টা নিএ এখন আমার মাঝে অনেক অনুশোচনা হচ্ছে দেখেই আমি এই পোষ্ট টা করলাম। আমি আশা করব আপনারা যারা ব্লগিং করছেন তারা আমার মত এমন ভুল করবেন না।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আপনার ধারনা সঠিক।
উত্তরমুছুনযাই হোক past is past এখন আর স্প্যামিং এর মত কাজগুলা করবেন না । আমরা আপনার সাথে আছি । ভাল কিছু শেয়ার করার চেষ্টা করবেন ।
আর সবাইকে কমেন্ট করার অনুমতি দিন আপনার ব্লগ সেটিং থেকে ।
আমার সাথে একমত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। আর আপনার অবগতির জন্য জানাচ্ছি এই ব্লগ এ এখন থেকে সবাই কমেন্ট করতে পারবে। @Pinix
উত্তরমুছুনএগিয়ে যান। স্প্যামিং করে বড়জোড় ৩০ - ৪০ টা ভিজিটর পাবেন প্রতিদিন। তারচেয়ে বরং সার্চ ইন্জিন যেমন গুগল, ইয়াহু বা বিং থেকে ভিজিটর আনার চেষ্টা করুন। এর জন্য যা করতে হবে, আপনাকে প্রতিদিনই কিছু না কিছু লিখতে হবে। গুগল লেখা ভালবাসে; তাই যত বেশী লিখবেন, সার্চ ইন্জিন তত বেশী আপনার সাইটে ভিজিটর পাঠাবে।
উত্তরমুছুনBest Luck.
আমার এই তথ্য টা জানা ছিলো না শামীম ভাই। আমি প্রতিদিন লিখার চেষ্টা করব।
উত্তরমুছুন