ইয়াহু মেসেঙজার নিয়ে আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে। আপনার ব্রাউজার বন্ধ রেখেও এটিকে আপনি সাইনইন অবস্থায় রেখে অন্য কাজ করে যেতে পারেন। নেট যদি সংযুক্ত থাকে আপনার সঙ্গে যারা কথা বলতে চায় তারা যে আমন্ত্রণ আপনাকে পাঠাতে পারে।
কেমন হয়, আপনার ব্লগ দর্শক যদি তখনই আপনার সঙ্গে চ্যাট করতে আগ্রহী হন আর আপনাকে আমন্ত্রণ জানান? একটা ছোট্ট গেজেট যোগ করে রাখলেই আপনি সে সুবিধে পেতে পারেন।
মেসেঞ্জার বাক্সের মেনুবার থেকে মেসেঞ্জার বিকল্প থেকে 'মাই পিঙবক্সে' (My Pingbox) গিয়ে ক্লিক করুন। উপরে যেমন দেখানো আছে তেমনি একটা ব্রাউজার পেজ খুলে যাবে।
আপনি সেখানে ডিসপ্লে নেম বিকল্পে একটা পছন্দের নাম বেছে নিন। নিচের অন্য শূণ্য বাক্সগুলোও পছন্দ আনুযায়ী ভরে নিয়ে 'পরবর্তী' (next) বোতামে টিপুন। তাতে দ্বিতীয় ছবির মতো আরো একটা পেজ খুলবে। সেখানে কোন প্লাটফর্মের জন্য আপনি গেজেটটা চাইছেন সেটি জিজ্ঞেস করবে। ব্লগারের দেখাও পাবেন সেখানে। ওটি নির্বাচিত করুন। নিচে যে এইচ.টি.এম.এল (html) কোডটা দেখা যাবে সেটি নেয়ে গিয়ে যথারীতি আপানার ব্লগের লেআউট ট্যাগে গিয়ে 'এড গেজেটে' গিয়ে এইচ.টি.এম.এল (html) গেজেটে পেস্ট করে দিন। 'সেভ' করুন। রিফ্রেস করুন। এবং আপনার ব্লগ দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন