অনেকেই বলে বর্তমান যুগের বাচ্চারা খুব তারাতারি সবকিছু শিখে ফেলে। কিন্তু কেন বাচ্চারা এত তারাতারি এত কিছু বুঝতে পারে তা কি আমরা ভেবে দেখেছি? এর কারন হল প্রজুক্তি। আজকের বাচ্চারা জন্মের পর থেকেই প্রজুক্তির সাথে বড় হয়। ফলে তারা খুব তারাতারি সব কিছু বুঝতে পারে। কিন্তু সব ক্ষেত্রে কি বাচ্চাদের এত তারাতারি এত বেশি বুঝা ভালো? বাচ্চাদের আগ্রহ হল নতুন কিছু দেখলে তা শিখা। এখন যদি একটা বাচ্চা একটি লোক কে দেখে সিগারেট খাচ্ছে তাহলে বাচ্চাটি শখ করে সিগারেট এ টান দিবে এবং ধিরে ধিরে নেশার দিকে ঝুকে পরবে।এতক্ষন যা লিখলাম তা হল বাচ্চাদের তারাতারি শিখার nagative দিক। এখন আমরা যদি একটা বাচ্চাকে তার তারাতারি শিখার মেধাকে কাজে লাগানোর জন্য তার সাথে সহজ ভাবে বন্ধুর মত মিশি, তার সব কথা বন্ধুর মত শুনে তাকে মজার কিন্তু ভাল Advise দেই তাহলে সেই বাচ্চাটি নতুন কিছু শিখলে তা জানাবে। সুতরাং বাচ্চাদের সাথে বন্ধুর মত ব্যাবহার করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন