বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১
পুলিশের অভিনব চাদাবাজি। সচিত্র প্রতিবেদন
আমাদের এই বাংলাদেশ এ অনেকেই আছে যারা বে আইনী কাজ করে থাকে। এমন কি আমরা এটাও জানি যে আমাদের রক্ষাকারী পুলিশ পর্যন্ত বে-আইনী কাজ করে। কি আমার কথা শুনে মনে মনে বলছেন যে এটা আর নতুন কি এটা তো সবাই বলে, এমনকি সবাই এটা জানে। কিন্তু কখনো কি নিজের চোখে দেখেছেন যে পুলিশ চাদাবাজি করে? কি অবাক হয়ে গেলেন? গত ১৭/০৮/২০১০ ইং তারিখে ATN News চ্যানেল এ সচিত্র একটি সংবাদ হয়েছে এই চাদাবাজি নিয়ে। পুলিশ এলাকার রংবাজদের সাহায্যে টোকেন দিয়ে গারি থেকে চাদাবাজি করছে। ৩ দিন ধরে ATN News এর সাংবাদিক এই চাদাবাজির উপর নজর রেখে পরে হাতেনাতে ধরেছে। তখনো পুলিশ বাবাজি এটা মানতে নারাজ। নিচের ভিডিও টি দেখুন। এবং নিচে আপনার মতামত লিখুন। এবং আমাদের বলুন এখন কি করা উচিত।
আপনার মতামত দিন।
আমি তাজ্জব বনে গেলাম
আমি আসলেই তাজ্জব হয়ে গেলাম। আজ হঠাৎ করে দেখি আমার ব্লগে ভিজিটর অন্যদিনের তুলনায় বেশী। যাই হোক আমি তো খুশী। একটু পর দেখি আমার আলেক্সা র্যাঙ্কিং ১২,০৩৫,৭০৬ থেকে ১২,০৫৩,০১১। এর মানে কি? ভিজিটর বারলে কি আলেক্সা র্যাঙ্কিং এর এই অবস্থা হয়? এর মধ্যে আবার আজ দেখাচ্ছে যে আমার ব্যাকলিংক আগের থেকে অনেক বেশী। এইসব কিসের আলামত? কেউ কি আছেন যে এর কারন ব্যাখ্যা করতে পারবে?
আমি আসলেই তাজ্জব হয়ে গেলাম।
আমি আসলেই তাজ্জব হয়ে গেলাম।
বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১
কার্জন ডট টিকে তে ফেসবুকের মত চ্যাটবার
ফেসবুকের মত চ্যাট করুন কার্জন ডট টিকে তে। এর জন্য আপনাকে এখানের মেম্বার হতে হবে না। আপনি এখানে ফেসবুক বা টুইটার দিয়ে লগিন করে চ্যাট করতে পারবেন। এছারা আপনি গেস্ট হিসেবেও চ্যাট করতে পারবেন এবং আপনার অন্য বন্ধুদের কে ইনভাইট করতে পারবেন। নিচে চ্যাট এর কিছু স্ক্রীন শট দেওয়া হলো।
আশা করি আপনাদের ভালো লাগবে।
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১
বাংলাদেশী ল্যাপটপ দোয়েল
আমরা সবাই জানি যে বাংলাদেশী ল্যাপটপ "দোয়েল" এখন শুধু বাজারে আসার অপেক্ষায়। আসুন আমরা জেনে নেই কি কি আছে এই ল্যাপটপে এবং এর মূল্য কত?
Doel Netbook basic: 10,000/= only
Doel Netbook standerd: 15,500/= only
Doel Netbook Standerd 2: 20,000/= only
Doel Laptop: 25,000/= only
বিঃ দ্রঃ এই মুল্য পরিবর্তন হতে পারে।
এই দোয়েল নেটবুক এ আছে-
মনিটরঃ ১০.১"
প্রসেসরঃ ইন্টেল আ্যাটম প্রসেসর ১.৬৬ গিগাহার্টজ
হার্ডডিস্কঃ ২৫০ গিগাবাইট
অন্যান্যঃ WIFI, 1.3 মেগাপিক্সেল ওয়েবক্যাম, 3 in 1 card reader
ইউএসবিঃ ২.০
ব্যাটারীঃ Three cell Battery দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ
OS: Linux
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)