বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

Some Unique funny Google trick and hidden google fun

গুগল এর সার্চ পেজ টা ঘোরাতে টাইপ করুন "do a barrel roll"[উদ্ধৃতি চিহ্ন ছাড়া]

http://www.google.com.bd তে গিয়ে টাইপ করেই দেখুন, পেজটা কেমন চক্কর দেয়!

গুগল এর বিল্ট ইন গেমটি খেলতে পারেন “Zerg Rush" টাইপ করে[উদ্ধৃতি চিহ্ন ছাড়া]

কিছু "o" এসে আপনার সার্চ পেজ এর লেখা গুল মুছতে থাকবে, দেখতে চাইলে লিখে ফেলুন।

নিজের নামে হোম পেজ বানাতে চলে যানঃ http://funny-google.com/ এ!

নিজের নামেই হবে! তবে এজন্য আপনাকে ফানি গুগল ডট কম ব্যবহার করতে হবে। তবে ভুলেও অভ্র দিয়ে লিখেন না। লিখলে কি হয় দেখেই নিয়েন।

Pac Man গেমটির নাম শুনেছেন?? হুম, এটিও খেলতে পারবেন এখানেঃ


রুবিক'স কিউব মিলানোর চেষ্টাও চালাতে পারেন ভারচুয়ালি এখানে Keyboard Shortcut দেখতে এখানে ক্লিক করুন।


গুগল ম্যাপ্সে এইটা কি দেখলাম?? মানুষ, এলিয়েন না অন্য কিছু?নিজের চোখে দেখতে এখানে;

২০১০ সালের দিকে গুগল ম্যাপ্সে ধরা পরা এই  ছবিটা নিয়ে ব্যাপক আলোড়ন হয়। আসলে এইটা কি? আকাশে মানুষ কিভাবে? তাইলে কি এলিয়েন ? কোন উত্তর এখনও পাওয়া যায় নি।

Google হয়ে যাবে G  gle! এখানেঃ   

লিঙ্কে গিয়ে যেকোনো "OO" এর অপর ক্লিক করে ২-৩ সেকেন্ড দেরি করুন, ব্যস, "OO" ভ্যানিস!

"Annoying Google" দেখতে এখানে ক্লিক করুনঃ 

লিঙ্কে গিয়ে সার্চ করার জন্য টাইপ করুন, দেখেন না কি হয়!

অনুরোধঃ 

মানছি, গুগল একটা সাধারণ সার্চ ইঞ্জিন। এর ফিচার অতুলনীয়। কিন্তু তারপরও এটি আমাদের দেশী নয়। আমরা প্রতিনিয়ত সার্চ করে এদের অ্থ যোগাই। কিন্তু আমাদের দেশেরও কিন্তু একটা মান সম্মত সার্চ ইঞ্জিন আছে।জানি, ৫০% মানুষ-ই আমরা জানি না। এর নামঃ পিপীলিকা। link: http://www.pipilika.com/
আমরা একটু এটা ব্যবহার করতে চেষ্টা করি। এতে Bangla এবং English তথ্য খোঁজার সুবিধা সহ সকল-
  • সংবাদ
  • ব্লগ
  • বাংলা উইকিপিডিয়া
  • জাতীয় ই-তথ্যকোষ
এর আলাদা ফিচার রয়েছে। চলুন না, এর ব্যবহার শুরু করে দেই । বুকমারক করতে গুগল ক্রোমে Ctrl+D চাপুন। হয়ত ধীরে ধীরে এটিও একদিন বাংলাদেশী গুগলে পরিণত হবে!


বিঃ দ্রঃ পোস্টটি টেকটিউনস থেকে কপি করা এবং পোস্ট টি করেছেন ফ্রীওয়্যার সিজান

শনিবার, ১৬ জুন, ২০১২

প্লীজ আমার বোন কে সাহায্য করুন

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। একটা সমস্যায় পরেছি। এখন আপনাদের হেল্প লাগবে। আমার এক ছোট বোন একটা কন্টেস্ট এ অংশগ্রহন করেছে। এখন তার জন্য লাইক লাগবে। আমি জানিনা এই পোস্ট এখানে করা যাবে কি না। তারপরেও করলাম। যা হোক এখন আমি আপনাদের নিয়ম টা বলে দেই। প্রথমে ফেসবুকের এই পেজ এ একটা লাইক দিন। লাইক দেওয়ার পর এখন আমার বোনের ছবিতে একটা লাইক দিন। ছবিতে লাইক দিতে এখানে ক্লিক করুন
আমার বোনের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১২

অনলাইনে টাকা কামানোর আসল উপায়। না দেখলে মিস করবেন।

অনেকেই অনেকরকম ভাবে চেস্টা করেছেন অনলাইনে টাকা কামাতে। কেউ হয়তো পেরেছেন আর কেউ হয়তো তা এখনো পারেনি। কিন্তু এখন পারবেন। এর জন্য আপনার কি লাগবে দেখে নিন।
১. প্রতিদিন কমপক্ষে ১৫০+ ভিজিটর হয় এমন সাইট বা ব্লগ
২. এমন স্পেশাল কোনো কিছু যা আপনি শেয়ার করলে ভালো ক্লিক হবে বা ডাউনলোড হবে। ( গান, সফটওয়ার, গেমস ইত্যাদি)
কি উপরের ২ টার কোনো একটা কি আছে আপনার? যদি থাকে তাহলেই আপনি টাকা কামাতে পারবেন। এর জন্য প্রথমে আপনি এখানে ক্লিক করে সাইনাপ করুন।


এখন আপনি আপনার ব্লগ বা সাইটে কোনো লিঙ্ক দেয়ার আগে এখান থেকে সর্ট করে নিন এবং সর্ট লিঙ্ক টা আপনার ব্লগে এড করে দিন। ব্যস আপনার কাজ শেষ। এখন যত ভিজিটর এই সর্ট লিঙ্ক এ ক্লিক করবে আপনি তত টাকা পাবেন। ভালো ভিজিটর থাকলে প্রতি মাসে ১০০০০-১৫০০০ টাকা পর্যন্ত পাবেন। আর কোন সাহায্য লাগ্লে আমি তো আছি। 

১০০% ফ্রী ডোমেইন

আপনাদের কারো কি ফ্রী .com .net .org ডোমেইন লাগবে? চাইলে আপনি এখনি পেতে পারেন এরকম ডোমেইন। এর জন্য আপনি প্রথমে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন এর পর আপনি একটি রেফারেল লিঙ্ক পাবেন। এটা আপনার ৯ জন বন্ধুকে দিন এবং বলুন সাইনাপ করতে এবং তারাও যেন রেফার করে। আপনার ৯ জন বন্ধুর প্রোফাইল কমপ্লিট হলেই আপনি পেয়ে যাবেন একটি ডোমেইন তাও আবার ১০০% ফ্রী তে। একটি কথা বলে রাখি আপনার প্রোফাইল কমপ্লিট হবে ৯ জনকে সাইনাপ করানোর পরে। ঠিক তেমনি আপনার রেফার করা বন্ধুদের প্রোফাইল ও কমপ্লিট করতে হবে। 
review http://www.carzon.tk on alexa.com