মঙ্গলবার, ৩১ মে, ২০১১

ওয়েব সাইট থেকে আইপিও ফরম পুরন করবেন কিভাবে?



পুজি বাজারে অর্থ খাটাচ্ছেন অর্থাৎ শেয়ার ব্যবসা করছেন?  আপনাদের মধ্যে যারা প্রাইমারী শেয়ার এর জন্য আবেদন করেন তাদেরকে আইপিও ফরম প্রিন্ট করে হাতে পূরন করতে হয়। একাধিক আইপিও এবং বিও হিসাব থাকলে কাজটা আরো কঠিন হয়ে যায়।যদি আপনি এক ক্লিকে পছন্দের সব কোম্পানীর আইপিও এবং ইচ্ছামত বিও পূরন করতে পারেন তাহলে আপনার জন্য কেমন হয় একবার ভেবে দেখুন তো? এই সুবিধা নিয়ে এলো বিডি আইপিও নামের একটি সাইট।
প্রথমে আপনাকে এখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করতে হবে। আপনি চাইলে এখানে গুগল, ফেসবুক, ইয়াহু দিয়েও লগিন করতে পারবেন। লগিন করার পরে ডানের প্যানেল থেকে create BO account এ ক্লিক করে বিও একাউন্টে সব তথ্য দিন। এখানে মুলত আইপিও ফরম পূরন করতে যা লাগে  সেসব তথ্যই লাগবে। ফরম পূরন শেষে create বাটনে ক্লিক করুন। এভাবে আপনি আরো বিও একাউন্ট করতে পারেন। বিও ফরম এডিট করতে চাইলে BO account list এ ক্লিক করতে হবে।
আইপিও ফরম পূরন করার জন্য ডানের প্যানেল থেকে Generate general form আর প্রবাসী বাংলাদেশী হলে generate NRB form এ ক্লিক করতে হবে। এখানে আপনি চলতি সব কোম্পানীর নাম এবং  নিচে আপনার সব বিওর তালিকা রয়েছে। যে যে কোম্পানির আইপিও পূরন করতে চান সেগুলো মার্ক করে বিও একাউন্টগুলো সিলেক্ট করে generate form বাটনে ক্লিক করতে হবে। চেক জমা দিতে চাইলে ad check details এ ক্লিক করে তথ্য দিতে হবে। তাহলে আইপিও ফরম পূরন হয়ে তা পিডিএফ ফরম্যাট এ ডাউনলোড হবে।

পুরো পেজ এর স্ক্রিনশট নিবেন কিভাবে


অনেক সময় ওয়েব পেজ দেখার সময় আমাদের পুরো পেজ এর ছবি (স্ক্রিনশট) সংগ্রহ করার প্রয়োজন হয়। কিন্তু তখন যদি মনিটরে পুরো পেজ দেখা না যায় তাহলে ছবি নিতে অনেক সমস্যা হয়। মজিলা ফায়ারফক্স এ আপনি ৭০ কিলোবাইট এর একটি এড-অন জোগ করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এ জন্য আপনাকে প্রথমে মজিলা ওপেন করে এখানে ক্লিক করুন। এখন ad to firefox এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডো এলে install now এ ক্লিক করুন। এখন আপনার পিসিতে এই এড-অন ইন্সটল হবে। restatrt firefox এ ক্লিক করলে মজিলা ফায়ারফক্স বন্ধ হয়ে আবার চালু হবে। এখন ফায়ারফক্স দিয়ে কোনো পেজ ওপেন করে পেজ এর উপর মাউজ রেখে রাইট বাটনে ক্লিক করুন, দেখুন সবার নিচে screenGrab নামে একটি অপশন আছে। এখন শুধু save-complete page-Frame এ ক্লিক করে jpg ফরম্যাট এ সেভ করুন।
review http://www.carzon.tk on alexa.com