বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

Yaba. Drug to kill your soul

নতুন প্রজন্ম এখন ইয়াবার প্রেমে উন্মাদ। ইয়াবা এমন একটি মাদক, যা মানুষকে শুধু মৃত্যুর দিকেই ঠেলে দেয় না, মৃত্যুর আগে ওই ইয়াবাসেবীকে পাগলে পরিণত করে ফেলে। থাই ভাষার ইয়াবা শব্দটির অর্থ পাগলা ঔষধ। এটি মূলত মেথামফিটামিন ও ক্যাফেইন এর মিশ্রন। কখনো কখনো এর সাথে হেরোইন মেশানো হয়।মাত্র এক বছরের মধ্যে নেশাখোর ছেলেদের হাতে অন্তত ২৭ জন পিতা-মাতা নৃশংসভাবে খুন হয়েছেন। একই সময়ে মাদকসেবী স্বামীর হাতে প্রাণ গেছে ১৬ জন নারীর। মাত্র কয়েক দিন আগে খোদ রাজধানীতেই মাদকসেবী মেয়ের হাতে বাবা-মা খুনের ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। এ নিয়ে অনেক পরিবারেই ছড়িয়ে পড়েছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা।
রাজধানীতে এখন চার রকমের ইয়াবা বিক্রি হচ্ছে। এর মধ্যে গাঢ় লাল রঙের 'চম্পা' প্রতি পিস খুচরা ২০০ থেকে ২৩০ টাকায় বিক্রি হয়। টেকনাফে এটি কেনা হয় ১২০ থেকে ১৫০ টাকায়। হালকা গোলাপী রঙের 'আর সেভেন' ইয়াবার দাম সবচেয়ে বেশি। এটি ঢাকায় কমপক্ষে ৫০০ টাকা করে বিক্রি হচ্ছে। হালকা গোলাপী রঙের আরেক ধরনের ইয়াবার নাম 'জেপি' এর খুচরা মূল্য ৩৫০ থেকে ৪০০ টাকা। 'ডগ' নামের মাটি রঙের ইয়াবা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায় প্রতিটি। এ ছাড়াও বিভিন্ন উপাদান মিশিয়ে দেশেই তৈরি হচ্ছে আরেক ধরনের ভেজাল ইয়াবা। এগুলো ১৫০ থেকে ১৭০ টাকায় পাওয়া যায়।
প্রথমদিকে ইয়াবা যৌনউত্তেজক বড়ি হিসাবে বাজারে পরিচিত ছিলো। কিন্তু দীর্ঘদিন সেবনের ফলে যৌন ক্ষমতা হ্রাস পেতে পারে। যুক্তরাজ্যের ড্রাগ ইনফরমেশন এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইয়াবা ট্যাবলেটি খেলে সাময়িক ভাবে উদ্দীপনা বেড়ে যায়। কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া হেরোইনের চেয়েও ভয়াবহ। নিয়মিত ইয়াবা সেবন করলে মস্তিস্কে রক্ত ক্ষরন, নিদ্রাহীনতা, খিঁচুনি,ক্ষুধামন্দা এবং মস্তিস্ক বিকৃতি দেখা যেতে পারে। ইয়াবা গ্রহণের ফলে ফুসফুস, কিডনি সমস্যা ছাড়াও অনিয়মিত এবং দ্রুতগতির হৃদস্পন্দনের মতো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত হারে ইয়াবা গ্রহণ হাইপারথার্মিয়া বা উচ্চ শারীরিক তাপমাত্রার কারণ হতে পারে। অভ্যস্ততার পর হঠাৎ ইয়াবার অভাবে সৃষ্টি হয় আত্মহত্যা প্রবণতা এবং হতাশা।
যারা আবার ফিরে পেতে চায় স্বাভাবিক সুস্থ জীবন, তাদের নিরাশ হওয়ার কিছু নেই। এমন নয় যে, আসক্ত ব্যক্তিরা আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না। এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি চিকিৎসা। মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আসক্ত ব্যক্তিদের আশার আলো দেখাচ্ছে, তারা ফিরে যেতে পারছে মাদকমুক্ত জীবনধারায়। ওষুধ, সাইকোথেরাপি ও অন্যান্য উপায়ে মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন পদ্ধতিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, পরিবর্তন করার চেষ্টা করা হয় তার আগের পারিপার্শ্বিক পরিবেশ, যা তাকে মাদকাসক্ত হতে উদ্বুদ্ধ করেছিল। এতে মানসিক রোগ চিকিৎসক ও মনোবিজ্ঞানীর যেমন ভূমিকা রয়েছে, তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরিবার, স্বজন আর প্রকৃত ভালো বন্ধুরও। একজন নেশাসক্ত ব্যক্তি সবার সম্মিলিত সহযোগিতায়ই আবার ফিরে পেতে পারে মাদকমুক্ত সুস্থ জীবন।
তবে ইয়াবার আগ্রাসন থেকে দেশের যুবসমাজকে রক্ষা করতে প্রয়োজন সামগ্রিক প্রতিরোধ। পার্শ্ববর্তী দেশ থেকে যেসব পথে দেশে ইয়াবা ঢুকছে, সেসব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। দেশের ভেতর ইয়াবার উৎপাদন ও সরবরাহ বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। মাদক ব্যবসায়ী ধরা পড়লে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ইয়াবার কুফল সম্পর্কে সবাইকে বিশেষত উঠতি বয়সী তরুণ-তরুণীদের সচেতন করতে হবে।

Some Unique funny Google trick and hidden google fun

গুগল এর সার্চ পেজ টা ঘোরাতে টাইপ করুন "do a barrel roll"[উদ্ধৃতি চিহ্ন ছাড়া]

http://www.google.com.bd তে গিয়ে টাইপ করেই দেখুন, পেজটা কেমন চক্কর দেয়!

গুগল এর বিল্ট ইন গেমটি খেলতে পারেন “Zerg Rush" টাইপ করে[উদ্ধৃতি চিহ্ন ছাড়া]

কিছু "o" এসে আপনার সার্চ পেজ এর লেখা গুল মুছতে থাকবে, দেখতে চাইলে লিখে ফেলুন।

নিজের নামে হোম পেজ বানাতে চলে যানঃ http://funny-google.com/ এ!

নিজের নামেই হবে! তবে এজন্য আপনাকে ফানি গুগল ডট কম ব্যবহার করতে হবে। তবে ভুলেও অভ্র দিয়ে লিখেন না। লিখলে কি হয় দেখেই নিয়েন।

Pac Man গেমটির নাম শুনেছেন?? হুম, এটিও খেলতে পারবেন এখানেঃ


রুবিক'স কিউব মিলানোর চেষ্টাও চালাতে পারেন ভারচুয়ালি এখানে Keyboard Shortcut দেখতে এখানে ক্লিক করুন।


গুগল ম্যাপ্সে এইটা কি দেখলাম?? মানুষ, এলিয়েন না অন্য কিছু?নিজের চোখে দেখতে এখানে;

২০১০ সালের দিকে গুগল ম্যাপ্সে ধরা পরা এই  ছবিটা নিয়ে ব্যাপক আলোড়ন হয়। আসলে এইটা কি? আকাশে মানুষ কিভাবে? তাইলে কি এলিয়েন ? কোন উত্তর এখনও পাওয়া যায় নি।

Google হয়ে যাবে G  gle! এখানেঃ   

লিঙ্কে গিয়ে যেকোনো "OO" এর অপর ক্লিক করে ২-৩ সেকেন্ড দেরি করুন, ব্যস, "OO" ভ্যানিস!

"Annoying Google" দেখতে এখানে ক্লিক করুনঃ 

লিঙ্কে গিয়ে সার্চ করার জন্য টাইপ করুন, দেখেন না কি হয়!

অনুরোধঃ 

মানছি, গুগল একটা সাধারণ সার্চ ইঞ্জিন। এর ফিচার অতুলনীয়। কিন্তু তারপরও এটি আমাদের দেশী নয়। আমরা প্রতিনিয়ত সার্চ করে এদের অ্থ যোগাই। কিন্তু আমাদের দেশেরও কিন্তু একটা মান সম্মত সার্চ ইঞ্জিন আছে।জানি, ৫০% মানুষ-ই আমরা জানি না। এর নামঃ পিপীলিকা। link: http://www.pipilika.com/
আমরা একটু এটা ব্যবহার করতে চেষ্টা করি। এতে Bangla এবং English তথ্য খোঁজার সুবিধা সহ সকল-
  • সংবাদ
  • ব্লগ
  • বাংলা উইকিপিডিয়া
  • জাতীয় ই-তথ্যকোষ
এর আলাদা ফিচার রয়েছে। চলুন না, এর ব্যবহার শুরু করে দেই । বুকমারক করতে গুগল ক্রোমে Ctrl+D চাপুন। হয়ত ধীরে ধীরে এটিও একদিন বাংলাদেশী গুগলে পরিণত হবে!


বিঃ দ্রঃ পোস্টটি টেকটিউনস থেকে কপি করা এবং পোস্ট টি করেছেন ফ্রীওয়্যার সিজান

শনিবার, ১৬ জুন, ২০১২

প্লীজ আমার বোন কে সাহায্য করুন

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। একটা সমস্যায় পরেছি। এখন আপনাদের হেল্প লাগবে। আমার এক ছোট বোন একটা কন্টেস্ট এ অংশগ্রহন করেছে। এখন তার জন্য লাইক লাগবে। আমি জানিনা এই পোস্ট এখানে করা যাবে কি না। তারপরেও করলাম। যা হোক এখন আমি আপনাদের নিয়ম টা বলে দেই। প্রথমে ফেসবুকের এই পেজ এ একটা লাইক দিন। লাইক দেওয়ার পর এখন আমার বোনের ছবিতে একটা লাইক দিন। ছবিতে লাইক দিতে এখানে ক্লিক করুন
আমার বোনের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১২

অনলাইনে টাকা কামানোর আসল উপায়। না দেখলে মিস করবেন।

অনেকেই অনেকরকম ভাবে চেস্টা করেছেন অনলাইনে টাকা কামাতে। কেউ হয়তো পেরেছেন আর কেউ হয়তো তা এখনো পারেনি। কিন্তু এখন পারবেন। এর জন্য আপনার কি লাগবে দেখে নিন।
১. প্রতিদিন কমপক্ষে ১৫০+ ভিজিটর হয় এমন সাইট বা ব্লগ
২. এমন স্পেশাল কোনো কিছু যা আপনি শেয়ার করলে ভালো ক্লিক হবে বা ডাউনলোড হবে। ( গান, সফটওয়ার, গেমস ইত্যাদি)
কি উপরের ২ টার কোনো একটা কি আছে আপনার? যদি থাকে তাহলেই আপনি টাকা কামাতে পারবেন। এর জন্য প্রথমে আপনি এখানে ক্লিক করে সাইনাপ করুন।


এখন আপনি আপনার ব্লগ বা সাইটে কোনো লিঙ্ক দেয়ার আগে এখান থেকে সর্ট করে নিন এবং সর্ট লিঙ্ক টা আপনার ব্লগে এড করে দিন। ব্যস আপনার কাজ শেষ। এখন যত ভিজিটর এই সর্ট লিঙ্ক এ ক্লিক করবে আপনি তত টাকা পাবেন। ভালো ভিজিটর থাকলে প্রতি মাসে ১০০০০-১৫০০০ টাকা পর্যন্ত পাবেন। আর কোন সাহায্য লাগ্লে আমি তো আছি। 
review http://www.carzon.tk on alexa.com