মঙ্গলবার, ২৭ জুলাই, ২০১০

চিঠি ২

শ্রদ্ধেয় আব্বা/আম্মা,
আশা করি আল্লাহ্ রহমতে ভালই আছেন। আমিও ভাল আছি। এখানে যদিও আজকাল একটু ঠান্ডা পড়েছে, তবুও তা এখন সহনশীলতার মধ্যেই আছে, তাই এ নিয়ে চিন্তা করবেন না।
যে কারনে চিঠিটি লেখা। ২৮ টি বসন্ত পেরিয়ে ২৯ বসন্ত যায় যায়, আর আপনাদেরও বোধ হয় একা একা লাগে। তাই কেবলমাত্র আপনাদের একাকিত্ব দূর করতেই অভিভাবকদের জন্য সুন্নত না ফরজ একটা কাজ আছে না, ওটা তো পালন করা সময় হয়েছে। কি বলেন? আশা করি hints বুঝতে পেরেছে। ডাইরেক্ট বলতে লইজ্জা লাগে ;)
আপনাদের নিশ্চয়ই এতদিনই বুঝে যাবার কথা যে এই ব্যাপারটায় আমার নাকটা একটু উচুঁ আর খুতখুতে। তাই যেনতেন কনে বাছাই করে ঘাড়েঁ ঝুলিয়ে দিলে কিন্তু চলবে না। আপনাদের কাজটি যাতে সহজ হয়, সেজন্য কনের কিছু অত্যাবশ্যকীয় গুনের কথা বলতে চাই।
  • চেহারায় ঝলক না থাকলেও চলবে, তবে Google এর মতো সাধাসাধি হলেই যথেষ্ট।
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না জানলে আমি নাই, ওইটা ছাড়া মানুষ বাচেঁ? কনের অন্তত পাচ‍টা সাইট গুগলের প্রথম পাতায় থাকতে হবে। আগেই হুশিয়ার কোনো Black Hat পদ্ধতি ব্যবহার করা চলবে না।
  • রান্না পারুক না করুন, ওয়ার্ডপ্রেস জানতে হবে। রান্না তো গুগলে সার্চ করেও শিখতে পারবে।
  • রোজ রোজ বাজারে যেতে বলতে পারবে না, ইকর্মাসে পারদর্শী হতে হবে। ইন্টারনেটেই যখন বাজার করা যায়, তখন পায়ে হেটেঁ যাবার দরকার কি?
  • Windows ব্যবহার করতে পারে, তাতে সমস্যা নাই কিন্তু ক্রাক কোড নিজেকেই খুঁজে নিতে হবে। আমার এতো টাইম নাই।
  • Facebook এ একাউন্ট থাকতে পারে, কিন্তু Twitter একাউন্ট থাকলে একদম না। ওইটা আমার দু’চক্ষের বিষ।
  • হাতের লেখা যা তা হউক সমস্যা নাই, তবে টাইপিং স্পীড যেন ত্রিশ শব্দের নিচে না হয়। আমার ড্রাফট করা ব্লগগুলো তো ওকেই লিখতে হবে।
  • Bing এর মতো প্রতিদিন রং পাল্টাইলে চলবে না, মেকআপের পিছনে এত টাকা পাবো কই? জিজ্ঞাসা করে নিয়েন Adsense এর কালার প্যালেট কি জানে তো?
  • টুকটাক হার্ডওয়ার আর ট্রাবলশুটিং জানলে ভাল হয়, আমি ওই ব্যাপারগুলি কম বুঝি কিনা?
আশা করি আপনারা আমার পছন্দ বুঝতে পারেছেন। যত শ্রীঘ্রই আপনার কাজটি শেষ করবেন, তত তাড়াতাড়ি আপনাদের একাকিত্ব দূর হবে। আপনাদের কথা ভেবেই তো এত কিছু বলা। ওহ আরেকটা কথা, মেয়ের অবশ্যই অবশ্যই জিমেইল একাউন্ট থাকতে হবে। ইয়াহু হলেও চলবে কিন্তু হটমেইল হলে খবর আছে।
ভাল থাকবেন।
ইতি,
হাসান


জিন্নাতুল হাসান.কম থেকে নেয়া

সোমবার, ২৬ জুলাই, ২০১০

Adsense Help

''বাংলাদেশে যেভাবে গুগল এ্যাডসেন্সের চেক ভাঙাবেন'' নামে একটা পোষ্ট পরলাম এতক্ষন। পরে মনে হল এই তথ্য টা আপনাদের কে জানানো উচিত। এই পোষ্ট এ আপনি গুগল এডসেন্স সম্পর্কে সব ধারনা পেয়ে যাবেন আশা করি।

পোষ্ট টি দেখতে এখানে ক্লিক করুন

Ad Brite

সত্যি বলতে কি এডব্রাইট সম্পর্কে আমার ধারনা একটু কম। আগে কিছুদিন ব্যাবহার করেছিলাম কিন্তু এর সব কিছু জানতে পারি নাই। তাই এবার আমি আমার ব্লগ এ আবার এডব্রাইট ব্যবহার শুরু করলাম। আশা করি খুব তারাতারি এডব্রাইট সম্পর্কে বিস্তারিত একটা ধারনা পেয়ে যাব। তাই এখন আর কিছু লিখলাম না।

যারা এড ব্রাইট ব্যবহার করতে চান তারা এখানে ক্লিক করুন

My adsense

আমার এডসেন্স এক্টিভ হউয়ার পর আমি আনন্দে লাফানো শুরু করি। মনে মনে ভাবি এখন আমি স্প্যাম করলেই হয়তো আমার এডসেন্স এর এড এ ক্লিক পরবে। এর পর আমি শুরু করলাম স্প্যাম। ফেসবুক, টুইটার সব জায়গায় স্প্যাম শুরু করলাম। এক্সময় আমি খেয়াল করলাম আমার ব্লগ এর জনপ্রিয়তা কমে গেছে। আমি স্প্যাম করলে আমার ব্লগ এ ভিজিট হয় আর স্প্যাম না করলে হয় না। এই বিষয় টা নিএ এখন আমার মাঝে অনেক অনুশোচনা হচ্ছে দেখেই আমি এই পোষ্ট টা করলাম। আমি আশা করব আপনারা যারা ব্লগিং করছেন তারা আমার মত এমন ভুল করবেন না।

শুক্রবার, ২৩ জুলাই, ২০১০

ব্লগে মজার মজার কাউন্টার ব্যবহার করুন


আপনার প্রিয় ব্লগটি কতটা জনপ্রিয় তা বোঝার জন্য কাউন্টার ব্যবহারের বিকল্প নেই। কতবার আপনার ব্লগটি ভিজিট হয়েছে, বা কতবার পোস্টগুলি পড়া হয়েছে এই ধরণের তথ্যসহ কোন দেশ থেকে, কিংবা কোন ওয়েবসাইটে আপনার ব্লগের লিংকে ক্লিক করে, দিনে, সপ্তাহে বা মাসে কতজন এলেন ইত্যাদি তথ্য বিভিন্ন ধরণের ভিজিটর কাউন্টার সরবরাহ করে। কাউন্টারভেদে তথ্য প্রদানের পরিমাণ কমবেশি হয়। আজ আমি আপনাদেরকে কিছু মজার ডিজাইনের কাউন্টারের সাথে পরিচিত করে দেব।


বিভিন্ন তথ্য ছাড়াও কাউন্টারের ডিজাইন একটি বিশেষ ব্যাপার। কেউ হয়তো খুব সিম্পল ডিজাইন পছন্দ করে, আবার কেউ বা নানারকম ডিজাইনকে কাউন্টার হিসেবে ব্যবহার করতে চায়। যারা এই ধরণের বর্ণিল মনের তাদের জন্য Brevenet এর বিকল্প খুব কমই আছে। Brevenet কোম্পানী বিভিন্ন ধরণের ওয়েব সম্পর্কিত সুবিধা গ্রাহকদের জন্য প্রদান করে থাকে। গেস্টবুক, সাইট সার্চ সহ ব্লগার.কম বা ওয়ার্ডপ্রেস.কম এর মতো ফ্রি ব্লগ খোলার সুবিধাও এরা দিয়ে থাকে।
ফ্রি কাউন্টার পেতে হলে Brevenet এর সাইটে গিয়ে রেজিস্ট্রশন করলেই হলো আর কিছু আপনাকে করতে হবে না। তারা আপনার দেয়া ইমেইল ঠিকানায় একটি কাউন্টারের কোড পাঠিয়ে দেবে। তবে তার ডিজাইনটি হবে একেবারে সিম্পল, সাদামাটা। কোডটুকু কপি করে নিয়ে ব্লগের গেজেটবক্সে পেস্ট করে সেভ করলেই একটিভ হয়ে যাবে Brevenet এর কাউন্টার। তবে এই পাঠিয়ে দেয়া কাউন্টারটির ডিজাইন যদি আপনার পছন্দ না হয়, তাহলে নিজেকেই একটু কষ্ট করে অনেকগুলো ডিজাইনের মধ্য থেকে বাছাই করে নিতে হবে।

Brevenet এর সাইটে গিয়ে রেজিস্ট্রেশনের সময় দেয় আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। মেনুবারে Webtools নামক লেখা লিংকটিতে ক্লিক করুন। নিচের ছবির মতো একটি পেজ খুলে যাবে।
এখানে একেবারে নিচের লাল রঙ দিয়ে আয়তাকার দাগ দেয়া জায়গাটিতে যেখানে Counter Stats লেখা আছে সেখানে ক্লিক করুন। যে পেজ ওপেন হবে সেখানে আপনার কাউন্টারটির সেটিংস দেখতে পাবেন। সেখানে Image লেখা লিংকে ক্লিক করলে নিচের ছবির মতো একটি পেজ আসবে।
এখান থেকে বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দের মজার একটি কাউন্টার। এই প্রসঙ্গে উল্লেখ্য যে, আপনি Brevenet থেকে মোট তিনটি ফ্রি কাউন্টার পাবেন।

নিচের ছবিটি লক্ষ্য করুন।
ব্রেভনেট আপনার ব্লগের ভিজিটরদের গোপনীয়তা ভঙ্গ না করে যতটা সম্ভব বিভিন্নরকম তথ্য সরবরাহ করে থাকে। কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম ইত্যাদি তথ্য তো দেয়, তাছাড়াও কোন দেশ থেকে এসেছে, কে তাকে রেফার করেছে আজকে পেজ ভিউ কতগুলো হয়েছে, ইউনিক ভিজিটর কতজন ইত্যাদি তথ্য বিভিন্নরকম চার্টের মাধ্যেম আপনি দেখতে পারবেন। আর এই সবগুলো সুবিধা তারা দেয় একেবারে বিনেপয়সায়।

Edge মডেম দিয়ে একের অধিক পিসিতে ইন্টারনেট ব্যবহার

আমরা ইচ্ছে করলে একটি মাত্র এজ মডেম দিয়ে দুইটি পিসিতে ইন্টারনেট শেয়ার করতে পারি। এর ফলে দুইটি পিসিতে দুইজন ব্যবহারকারী একই সাথে ইন্টারনেট ব্রাউজ করতে পারবে। এটা যেমন বাড়িতে ব্যবহার করা যাবে, তেমনি একটি ছোট সাইবার ক্যাফেতেও ব্যবহার করা যাবে। স্পিড একটু কম লাগতে পারে, কিন্তু ভিডিও না দেখলে এই ধীরগতি তেমন বোঝা যাবে না।
তো, দুইটি পিসিতে একটি Edge মডেম শেয়ার করার জন্য যেসব কাজ ধারাবাহিকভাবে করতে হবে, তা নিম্নরূপঃ

প্রথমেই দুইটা কম্পিউটার LAN দ্বারা সংযুক্ত থাকতে হবে। এক্ষেত্রে দুইটা কম্পিউটারের জন্য আপনি পিসি টু পিসি LAN ক্যাবল দিয়ে সংযুক্ত করতে পারেন। তারপর My computer-My netwok places এ set up a home or small office network এ click করে set up complete করুন। এরপর আপনার আইপি ADDRESS কনফিগার করুন। যে পিসিতে Modem থাকবে তার IP 192.168.0.1 করতে My computer-My network places-view network connection এ যান। Lan or high speed connection এর নিচে local area coneection এর উপর right click করে properties এ click করুন। internet protocol (TCP/IP) select করে properties এ ক্লিক করুন। use the following IP address এ ক্লিক করে IP-192.168.0.1 , subnet mask-255.255.255.0 , default gateway-192.168.0.1 দিন।

তারপর অন্য যে PC তে নেট ব্যাবহার করতে চান তার IP-192.168.0.2, subnet mask-255.255.255.0 ,default gateway- 192.168.0.1 এবং preferred DNS server-192.168.0.1 দিন। OK করে বেরিয়ে আসুন। এবার যে পিসিতে মডেম আছে তাতে মডেম সেটআপ দেওয়া থাকলে ...view network connection এ dial-up এর নিচে EDGE বা যা লিখা থাকবে তাতে right click-properties-advanced এ allow other network users to connect through this computer's internet connection এ টিক দিয়ে ok করে বেরিয়ে আসুন। তারপর দুই পিসিতেই ....local area connection-right click -disable করে আবার Enable করুন। এখন দুই পিসিতেই নেট পাবার কথা।
আমি এভাবেই configure করে চারজন Edge connection Share করছি। আনেক সময় windows fierwall এর জন্য নেট sharing এ সমস্যা হয়। সেক্ষেত্রে firewall বন্ধ করে দেখতে পারেন হয় কিনা।

লিখেছেন: জয়
সংগ্রহ করা হয়েছে আমাদের প্রযুক্তি থেকে।

আপনার ব্লগটি ইয়াহু মেসেঞ্জারের সঙ্গে যোগ করুন

ইয়াহু মেসেঙজার নিয়ে আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে। আপনার ব্রাউজার বন্ধ রেখেও এটিকে আপনি সাইনইন অবস্থায় রেখে অন্য কাজ করে যেতে পারেন। নেট যদি সংযুক্ত থাকে আপনার সঙ্গে যারা কথা বলতে চায় তারা যে আমন্ত্রণ আপনাকে পাঠাতে পারে।

কেমন হয়, আপনার ব্লগ দর্শক যদি তখনই আপনার সঙ্গে চ্যাট করতে আগ্রহী হন আর আপনাকে আমন্ত্রণ জানান? একটা ছোট্ট গেজেট যোগ করে রাখলেই আপনি সে সুবিধে পেতে পারেন।

মেসেঞ্জার বাক্সের মেনুবার থেকে মেসেঞ্জার বিকল্প থেকে 'মাই পিঙবক্সে' (My Pingbox) গিয়ে ক্লিক করুন। উপরে যেমন দেখানো আছে তেমনি একটা ব্রাউজার পেজ খুলে যাবে।

আপনি সেখানে ডিসপ্লে নেম বিকল্পে একটা পছন্দের নাম বেছে নিন। নিচের অন্য শূণ্য বাক্সগুলোও পছন্দ আনুযায়ী ভরে নিয়ে 'পরবর্তী' (next) বোতামে টিপুন। তাতে দ্বিতীয় ছবির মতো আরো একটা পেজ খুলবে। সেখানে কোন প্লাটফর্মের জন্য আপনি গেজেটটা চাইছেন সেটি জিজ্ঞেস করবে। ব্লগারের দেখাও পাবেন সেখানে। ওটি নির্বাচিত করুন। নিচে যে এইচ.টি.এম.এল (html) কোডটা দেখা যাবে সেটি নেয়ে গিয়ে যথারীতি আপানার ব্লগের লেআউট ট্যাগে গিয়ে 'এড গেজেটে' গিয়ে এইচ.টি.এম.এল (html) গেজেটে পেস্ট করে দিন। 'সেভ' করুন। রিফ্রেস করুন। এবং আপনার ব্লগ দেখুন।

Translator for baby's cries

আমরা এত দিন জেনে এসেছি শিশু জন্মেই প্রথম চিতকার দিয়ে তার অস্তিত্ব এবং নিজ অধিকারের দাবী ঘোষনা করে। মা বাবা বুঝতে পারে না তাদের বাচ্চা কেন কাদছে, তার চাহিদা না মিটিয়ে কান্না থামাতে না পেরে অনেক ক্ষেত্রে নতুন মা বাবা কিছুটা হলেও বিরক্ত হয়, রাতে ঘুমের ব্যাঘাত হয়। মা বাবা যে ভাষায় কথা বলুক না কেন সমস্ত পৃথিবীর সব শিশুদের এক ভাষা, সে হচ্ছে চিতকার যা আমরা বুঝি না কিন্তু আজ একটা অবাক হবার মত সংবাদ নিয়ে এসেছি।
শিশুর কান্নার ভাষা অনুবাদ করে নিজেই বুঝতে পারবেন আপনার বাচ্চা কেন কাঁদছে। ক্ষুধা লেগেছে, ব্যাথা পেয়েছে, শীত লাগছে না কি বিছানা বদলাতে হবে।

জাপানের Muroran Institute of Technology এর প্রফেসর তমমাসা নাগাসিমা  শিশুর কান্না বা চিৎকারের শব্দ তরঙ্গ বিশ্লেষণ করে একটি ম্যাপ তৈরী করেছেন। এই শব্দ তরঙ্গের সূত্র ধরে শিশুর চিৎকার ধ্বনি অনুবাদ করা হবে। প্রফেসর তমমাসার বিজ্ঞানি দল বর্তমানে কম্পিউটারের সাহায্যে এই অনুবাদের কাজ করছেন তবে অনতিবিলম্বে এই কৌশল বহন যোগ্য ইলেকট্রনিক ডিভাইসে এসে যাবে। আর তখন?বাচ্চা কেন কাঁদছে তা বুঝে নেয়া কোন সমস্যা হবে না।[সংবাদ সূত্র]

ইস! আমি নাকি খুব কাঁদতাম, তখন যদি আমার মা বাবা এই যন্ত্রটা পেত তাহলে তাদের এত কষ্ট হত না।

বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০১০

হার্ড ড্রাইভের পার্টিশন অদৃশ্য করুন

যদি আপনার কম্পিউটারের হার্ড ডিস্কের কোন ড্রাইভ অদৃশ্য করতে চান, তাহলে নিচের টিপসটি অনুসরণ করুন।

User configuration এর Administrative templates থেকে Windows explorer নির্বাচন করুন। এরপর Windows Explorer এর ডান পাশের মেনু থেকে Hide the

উইন্ডোজ এক্সপি ও ২০০০ এর এডমিন পাসওয়ার্ড ব্রেকিং!

এমনটা অনেকেরই হয় যে এই মাত্র উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ ২০০০ সেটাপ করে লগইন করতে গিয়ে দেখলেন পাসওয়ার্ড কাজ করছে না। সেটাপের পাসওয়ার্ড দেয়ার সময় অন্যমনস্ক থাকার কারনে এটি হতেই পারে…! কিন্তু কি করবেন এক্ষেত্রে? আপনাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্যই ছোট একটা টিপস দিচ্ছি। আবার নতুন করে সেটাপ না দেয়ার আগে চেষ্টা করে দেখতে পারেন-

আপনার পার্টিশন যদি NTFS না হয়ে FAT32 হয়

আপনার ব্লগে আপনার পছন্দের গানের সুরে পাঠকদের স্বাগত জানান

আপনি কি শুনছেন , প্রতুল মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গান , 'আমি বাংলায় গান গাই' ? এখানে গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী মাহমুদুজ্জামান বাবু। আপনি কি চাইবেন না, এমন এক সুন্দর আপনার পছন্দের গান দিয়ে আপনার ব্লগ পাঠকদের স্বাগত জানাতে? সেই সঙ্গে এমন এক একটি সুন্দর স্কিনে আপনার ব্লগ সেজেও উঠবে । কাজটি খুবই

টেমপ্লেট ডিজাইনার সবাই ব্যবহার করতে পারবেন

নতুন ব্লগার টেমপ্লেট ডিজাইনারআমরা এর আগে মার্চ মাসে 'ব্লগার ডিজাইনার' দিয়ে নিজের টেমপ্লেট নিজেই সম্পাদনা করার কথা জেনেছিলাম। তখন সুবিধাটি শুধুমাত্র draft.blogger.com ঠিকানায় পাওয়া যেত। কিন্তু এখন এই সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে ব্লগার টেমপ্লেট ডিজাইনার সুবিধাটি blogger.com ঠিকানাতেও পাওয়া যাবে।ব্লগার টেমপ্লেট ডিজাইনার
  • গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে Blogger.com এ লগইন করুন।
  • দেখতে পারবেন যে, আগের Layout ট্যাবটির নাম পরিবর্তন করা হয়েছে।
  • এখন এর নাম Design, এখানে 'Template Designer' নামক নতুন একটি ট্যাব দেখা যাচ্ছে।
ইতিমধ্যে এই সুবিধাটিতে বেশ কিছু পরিবর্ধন ও পরিমার্জন করা হয়েছে। যেসব পরিবর্তন ইতিমধ্যে করা হযেছে সেগুলো হলঃ
  • সর্বমোট ১৯টি নতুন টেমপ্লেট
  • ডিজাইনকে লেআউট থেকে আলাদা করা হয়েছে। ফলে শুধুমাত্র CSS পাল্টিয়েই ব্লগের ডিজাইন পরিবর্তন করা যাবে। লেআউটের কোনরকম পরিবর্তন করতে হবে না।
  • একশয়ের বেশি উচুমানের ব্যাকগ্রাউন্ড ছবি বিনেপয়সাতে ব্যবহার করা যাবে।
  • একটিমাত্র জায়গা থেকে ডিজাইনের সব জায়গার রঙ পাল্টানো যাবে।
  • লেআউটের আকার ঠিক রাখতে পিক্সেল পর্যন্ত পরিবর্তন করা যাবে। ফলে নির্দিষ্ট মাপ পাওয়ার জন্য কষ্ট করতে হবে না।
  • রিয়াল টাইম প্রিভিউ ডিজাইন কন্ট্রোল প্যানেলের নিচে তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন।
  • সহজ এবং ঝামেলামুক্ত। ফলে সামান্য ধারণা থাকলেই এটা ব্যবহার করতে কোন সমস্যা হবে না।
  • Advanced ট্যাব ব্যবহার করে ডিজাইনারদের তৈরি CSS পাল্টে নিজের লেখা CSS ব্যবহার করতে পারেন। একই সাথে নিচের প্রিভিউ উইন্ডোতে তাৎক্ষণিক প্রিভিউ দেখতে তো পারবেনই।
  • সবরকমের ব্রাউজারে সাপোর্ট করে। যেমন যদি গোলাকার কর্ণার চান, তাহলে তার জন্য প্রয়োজনীয় কোড ব্লগার বসিয়ে দেবে। ফলে ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার এবং ক্রোমের জন্য আলাদা আলাদা কোড আপনাকে বসাতে হবে না।

নিজের ব্লগটিকে যদি অনন্য ডিজাইনে পাঠকদের সামনে উপস্থাপন করতে চান, তাহলে এখনি বসে পড়ুন। আর মনের মতো করে নিজের ব্লগের ডিজাইন এবং লেআউট সাজিয়ে নিন।

Bangla Hacks  থেকে নেয়া

ফেসবুক ব্যবহারকারীরা সাবধান! ভাইরাস আসছে!


Alert! facebook virus coming.একটি ইমেইল ফেসবুক ব্যবহারকারীদের ইনবক্সে এসে জমা হচ্ছে। এই ইমেইলটিতে বলা হয়েছে যে,
"আপনার পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে। তাই অতিদ্রুত ফেসবুক পাসওয়ার্ড রিসেট করুন।"
কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদেরকে এ ধরণের কোন ইমেইল পাঠানোর কথা স্বীকার করেনি। তারা বলছেন যে এটা একটা ভাইরাস বহনকারী ইমেইল। এটা একটা সম্পূর্ণ ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। আপনি যদি ইমেইলে দেয়া নির্দেশনা অনুযায়ী কাজ করেন, যদি ইমেইলে এটাচ থাকা জিপ ফাইলটি ডাউনলোড করেন, তাহলে মরেছেন। ব্রাউজার দিয়ে যেসব ওয়েবসাইটে লগইন করবেন, তার সবগুলো আইডি ও পাসওয়ার্ড এই ভাইরাস চুরি করবে।

মেসেজটি প্রেরকের ঠিকানা হিসেবে help@facebook.com ব্যবহার করা হয়েছে। তাই অনেকেই বিভ্রান্ত হতে পারেন। কিন্তু জেনে রাখুন ফেসবুক কর্তৃপক্ষ এটাকে বিপদজনক একটি সন্ত্রাসী ঘটনা হিসেবে অভিহিত করেছে। আর পাসওয়ার্ড রিসেট করার পরামর্শ সম্বলিত কোন ইমেইল তারা পাঠায়নি বলেও ঘোষণা দিয়েছে। তাই সতর্ক হয়ে যান। এখনও এরকম কোন ইমেইল এখনও না পেলে কয়েকদিনের মধ্যেই পেতে পারেন। তখন যেন কোন ভুল না হয়, সেটা মাথায় রাখুন।

Bangla Hacks  থেকে নেয়া

সোমবার, ১৯ জুলাই, ২০১০

To create a hit counter


To create a hit counter, please follow these steps:

  1. Open your site in FrontPage either locally or directly from our server using the Open Web menu option.
  2. Open the page you wish to add the counter to.
  3. Determine where on the page you would like to add the counter.
  4. From the Insert Menu, select Web Component.
  5. From the list of web components select Hit Counter.
  6. Select the Counter Style from the menu. You may add your own Counter Style (see below).
  7. Click Ok. This will add the hit counter to your page.

Make a Login System for Your Website: PHP and MySQL




  1. Run this SQL command in your MySQL database (you must have one):
    CREATE TABLE `users` (
    `id` int(3) NOT NULL auto_increment,
    `login` varchar(8) default NULL,
    `password` varchar(8) default NULL,
    PRIMARY KEY (`id`)
    ) TYPE=MyISAM AUTO_INCREMENT=3 ;
    This will create the table that will record the usernames and passwords.
  2. Then, create the LOGIN.PHP file. This page will contain the form that will submit the user´s data.

    session_name("MyLogin");session_start();session_destroy();
    if($_GET['login'] == "failed") {print $_GET['cause'];
    }
    ?>

    Login:

    Password:

  3. Now, create the LOG.PHP. This is the file that performs the action of the form.

    session_name("MyLogin");session_start();
    if($_GET['action'] == "login") {$conn mysql_connect("localhost","user","password"); // your MySQL connection data$db mysql_select_db("DATABASENAME"); //put your database name in here
    $name 
    $_POST['user'];$q_user mysql_query("SELECT * FROM USERS WHERE login='$name'");
    1. if(mysql_num_rows($q_user) == 1) {
      $query 
      mysql_query("SELECT * FROM USERS WHERE login='$name'");$data mysql_fetch_array($query);if($_POST['pwd'] == $data['password']) { session_register("name");header("Location: yourpage.php"); // success page. put the URL you want exit;} else {header("Location: login.php?login=failed&cause=".urlencode('Wrong Password'));exit;}} else {header("Location: login.php?login=failed&cause=".urlencode('Invalid User'));exit;}
      }
      // if the session is not registeredif(session_is_registered("name") == false) {header("Location: login.php");
      }
      ?>
    2. If you paid enough attention, you noticed that the login will lead the user to YOURPAGE.PHP. Add these lines of code to any webpage that you want to secure (including yourpage.php):

      require("log.php");?>
      Printing the user name in the screen is very easy. Just add this code:
      print $_SESSION["name"]; ?>

মঙ্গলবার, ১৩ জুলাই, ২০১০

চিঠি

ফুটবল খেলা উপলক্ষে এক ঝালমুড়িওয়ালা আরেক ঝালমুড়িওয়ালার কাছে চিঠি লিখেছে......
প্রিয় সেকান্দার ভাই
ঘন ঘন বিয়া করার খাসলত টা কমে থাকলে আশা করি ভালোই আছেন। বিশ্বকাপ তো মিয়া গুরুতর মজা কইরা দেখলাম। জানেন তো, আমার এলাকায় টিভি'র কোনো অভাব নাই। রাস্তায় হাইটা মুরি বেচতে বেচতেই খেলা দেখা হইয়া যাইত। খেলা মজা কইরা দেখছি ঠিক, তবে প্রায় সময় কান্দন আইত। ক্যান আইবনা কন? যেই ইস্টেডিয়াম এ খেলা হইল সেইখানে হাজার হাজার মানুষ। অথচ একটা ঝালমুড়িওয়ালা নাই। একবার চিন্তা কইরা দেখছেন কতবড় অমানবিক ঘটনা। এতগুলি মানুষ কেলা দেখল আথচ ঝালমুড়ি খাইতে পারলনা। ওই দেশে ঝালমুড়িওয়ালা নাই আমাগো আগে জানাইবোনা? একটা ফোন কইরা দিলেই তো চইলা জাইতাম। আমার মোবাইলে তো বিদেশী ফোন আসে। তাইলে একটা ফোন করলে কি হইত? আসলে খেলা কেমন হইসে এটা কইতে চাইতেসিনা। একদিন আমার এলাকায় আসেন, চা-পান খাইতে খাইতে বিবরন দিমুনে। তবে চিন্তা নাই চা-পানের বিল আমিই দিমু।
                                                                                                                                                 ইতি-
                                                                                                                                              সবদর আলী

শেয়ার বাজার

শেয়ার বাজার এ কারা জায়?
২ ধরনের লোক জায়।যাদের আভিজ্ঞতা আছে আর যাদের তাকা আছে। তবে দিনের শুরুতে তারা শেয়ার বাজারে গেলেও দিন শেষে তারা তাদের এই সম্পদ বিক্রি করে বারি ফিরে।

শনিবার, ১০ জুলাই, ২০১০

Hit counter code

আপনার সাইট এ হিট কাউন্টার কোড দিতে চাইলে নিচের LINK এ ক্লিক করে HTML কোড টি আপনার সাইট এ পেস্ট করুন

এখানে ক্লিক করুন

Sony ericson Coda

*#06#
-For checking the International Mobile Equipment Identity (IMEI Number)
 
*#0000#
-Reset language back to English
 
> * < < * < *
-Service Menu - tells you the phone's software version (good for checking your phone's "age" before buying it) Press "Yes" repeatedly to see all the software data & press ">" to see all the texts available in your phone
 
< * * <
-SIM lock - Do not lock your phone if you don't know the unlock code. This is another good check before you buy any phone, especially second hand ones. If phone is SIM locked, you may not be able to switch to other GSM operators
 
Shortcuts
Save a Missed Call into your phone directory
-Scroll to "Missed Call", press "Yes" to display the required number. Press any number (i.e. 0 to 9), then press "clear" once to clear that number, then press & hold "<" until you see "Store". Press "Yes"
 
Hide your number when calling when you don't want the other party to know your number)
-After dialling the required number & before pressing "Yes", press ">" twice to choose "Hide Id?" & then press "Yes". Also works for pre-programmed & last dialled numbers just press "No" & wait for the number to appear on the screen first then follow same procedure
 
Check you battery level when phone is off
Press "No" quickly one time & wait for the battery meter to show up!
Save a number into your phone memory (not SIM card)
-Follow normal procedures to store a phone number. When prompted to set a storage position, press "#" once & key in desired location, or press "#" twice for next available position

Call a phone number from SMS message
-You can call from within a SMS message if the phone number is written in it. Just scroll the message until the phone number appears on the display, then press "Yes" to call

Motorola code

IMEI Number : *#06#
For checking the International Mobile Equipment Identity

Active EFR: [][][] 119 [] 1 []
Activate Enhanced Full Rate Codec
Your phone uses the best sound quality but talk time is reduced my approx. 5%

Deactive EFR: [][][] 119 [] 0 []
Deactivate Enhanced Full Rate Codec

Samsung secret code

*#06#
Show IMEI Number

*#9999#
Show Software Version

*#0001#
Display RS232 Serial Communication Parameter Setup

*#8999*228#
Display Battery Capacity And Temperature / voltage

*#8999*523#
Adjust display contrast

*#8999*636#
Display storage capacity

*#8999*778#
Display SIM card information

*#8999*324#
The network checkout (Engineering Model)

*#8999*289#
Ringtone test

*#8999*364#
Display Watchdog state

*#8999*427#
Watch Dog signal route setup

*#8999*842#
Vibrate test

*#8999*782#
Show Date and Alarm clock

*#8999*246#
Show the memory capacity

*#8999*786#
The display during warning

*#8999*837#
Samsung hardware version

*#8999*377#
Software error LOG (wrong display of EEPROM)

*#8999*638#
Show network information

*#8999*9266#
Display received channel number and received intensity

Nokia code

Mobile phone secrets, codes and technical information for Nokia Mobile Phone.

Code *3370#
Activate Enhanced Full Rate Codec (EFR) - Your phone uses the best sound quality but talk time is reduced my approx. 5%
 
#3370#
Deactivate Enhanced Full Rate Codec (EFR)
 
*#4720#
Activate Half Rate Codec - Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time
 
*#4720#
Deactivate Half Rate Codec
 
*#0000#
Displays your phones software version, 1st Line : Software Version, 2nd Line : Software Release Date, 3rd Line : Compression Type
 
*#9999#
Phones software version if *#0000# does not work
 
*#06#
For checking the International Mobile Equipment Identity (IMEI Number)
 
#pw+1234567890+1#
Provider Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)

#pw+1234567890+2#
Network Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)
 
#pw+1234567890+3#
Country Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)
 
#pw+1234567890+4#
SIM Card Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)
 
*#147#
(vodafone) this lets you know who called you last
 
*#1471#
Last call (Only vodofone)
 
*#21#
Allows you to check the number that "All Calls" are diverted to
 
*#2640#
Displays security code in use

*#30#
Lets you see the private number

*#43#
Allows you to check the "Call Waiting" status of your phone.
 
*#61#
Allows you to check the number that "On No Reply" calls are diverted to

*#62#
Allows you to check the number that "Divert If Unreachable (no service)" calls are diverted to

*#67#
Allows you to check the number that "On Busy Calls" are diverted to

*#67705646#
Removes operator logo on 3310 & 3330
 
*#73#
Reset phone timers and game scores
 
*#746025625#
Displays the SIM Clock status, if your phone supports this power saving feature "SIM Clock Stop Allowed", it means you will get the best standby time possible
 
*#7760#
Manufactures code

*#7780#
Restore factory settings
 
*#8110#
Software version for the nokia 8110
 
*#92702689#
Displays - 1.Serial Number, 2.Date Made, 3.Purchase Date, 4.Date of last repair (0000 for no repairs), 5.Transfer User Data. To exit this mode you need to switch your phone off then on again

*#94870345123456789#
Deactivate the PWM-Mem
 
**21*number#
Turn on "All Calls" diverting to the phone number entered
 
**61*number#
Turn on "No Reply" diverting to the phone number entered
 
**67*number#
Turn on "On Busy" diverting to the phone number entered
 
12345
This is the default security code
 
press and hold #
Lets you switch between lines

Good luck sms

1. Success is like tip of the tail !!!If cat runs to catch the tail.It has to keep running forever.But if it walks in its own style.Tail follows!!Live life with ur own rules...


2. A 100% succesful.. if a b c d ... v w x y z
1 2 3 4 ... 22 23 24 25 26 then h+a+r+d+w+o+r+k=8+1+18+4+23+15+18+11=98%
k+n+o+w+l+e+d+g+e=11+14+15+23+12++5+4+7+5=96%
l+u+c+k=12+21+3+11=47%
it is our ATTITUDE towards life and work that makes our life 100% successfull
A+T+T+I+T+U+D+E=1+20+20+9+20+21+4+5=100%


3.  A JOURNEY OF A THOUSAND MILES STARTED WITH ONLY ONE STEP.
GUD LUCK IN UR EXAMS AS IT IS THE FIRST STEP OF UR CAREER


4. Live with no excuses and Love with no regrets. When life gives U a 100 reasons to cry, show life that U have a 1000 reasons to Smile. Gud Day!


5. Khuda tujhay urooj aisa naseeb karay,
kay rashk tairay naseeb per falak karay,
har more per frishtay hon sath tairay,
har ghum per hifazat tairi khuda karay..
best wishes 4 ever& good luck 4 ur future

Get well soon sms

1. I very well know the reason, why u r taking too long to recover, u r realy being nurse-d there. joke a part, but still, wishing u speedy recovery!


2.  Heard that you're not feeling well. So brought flowers for you to make you feel Healthier and Happier. Get Well Soon!

 3. May u may not get well that soon. so that u are able to enjoy the company of the demsels and get injected at regular intervals with the vial of life! So would u call me your enemy or ur well wisher? Please tell me even i don't know.


4.  Early in da morning sun rise with may hopse but its set with hopelessly. all da flowers were bloom this evening with pleasant smell but its now wither awfully n tonight all the stars came out to play a signal but all of them are not shining, cos all they nows my friend is sick wish u a cure soon and healthy days ahead.


5.  May the little flower, laying in gloom, Rise and bloom, Swaying endlessly, this way and that way, Morn to dusk, everyday. Get Well Soon!

New year sms

1. I am Sorry
Ek Buri Khabar Hai
Mujhy Bhool Jana PLz..
Main Kuch Dino K Baad
Tumhy Hamesha K Liye
Chor Kr Chala Jaonga
Tumhara Apna
Year 2009
But
Tumhy Aik Naya DOST De Kr
Ja Raha Hon
Year 2008
So Njoy With It !


2.  "PHOOL"
Khushboo k liay

"PYAR"
Nibhane k liye

"AANKHAIN"
Dil churane k liye

Or Yeh Msg Ap Ko
"MERI YAAD"
Dilane Ke liye..
HaPpy NeW YeAr


3.  Merry Christmas, Enjoy New Year, Happy Easter, Good luck on Valentines, Spooky Halloween & Happy Birthday Now bug off and don't annoy me for the next 12 months!!!!


4. Steps to do every Morning this year: Close ur eyes, take a deep breath, open ur arms wide, feel ur heart beat n say: Here I’m, Oh God, embrace me n b my..


5.  As We Bring This Year To An End And The New Year Begins. Let Us Pray That It Will Be A Year With New Peace, New Understanding, New Happiness And..

শুক্রবার, ৯ জুলাই, ২০১০

Hit counter


আপনার সাইট এর ভিসিটর কাউন্টার আপনার ব্রাউজার এর টুলবার এ দেখতে পারেন। এর জন্য আপনাকে একটা ফাইল ডাউনলোড করতে হবে। ফাইল টি সম্পুর্ন ফ্রী।
প্রথমে এখানে ক্লিক করে ফাইল টা ডাউনলোড এবং ইন্সটল করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। এখন Activate toolbar এ ক্লিক করে এক্টিভ করুন।

বাংলাদেশ এর ট্র্যাফিক


বাংলাদেশ এর ট্র্যাফিক এর কার্যকলাপ দেখে মাঝে মাঝে নিজেকেই অনেক ছোট মনে হয়। কারন এমন একটা দেশ যেখানে ট্র্যাফিক পুলিশরা বাচ্চাদের মত কাজ করে। আপনাদের একটা সচিত্র উদাহরন দেই তা না হলে অনেকেই আবার বলে বসবেন যে আমি দেশের বদনাম করছি।




একটা নিরাপত্তা কর্মী দল যদি এমন কিছু লিখে তাহলে কি মানুষ হাসবে নাকি কাদবে। আসুন আমরা এর প্রতিবাদ করি।

বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০১০

কম্পিউটার রি-স্টোর (Restore)


আপনার কম্পিউটার যদি ভাইরাস আক্রান্ত হয় এবং আপনি যদি সাথে সাথে তা বুঝতে পারেন তাহলে ৫ মিনিটের মাঝে তা দূর করতে পারেন। আর এর জন্য আপনাকে কম্পিউটার রি-স্টোর করতে হবে। রি-স্টোর করতে প্রথমে start মেন্যুতে যান।পরে all programs থেকে Accessories> System tools > system restore এ যান।
এখন Restore my computer to an earlier time ক্লিক করে next এ ক্লিক করুন।

এখন ২ থেকে ৩ দিন আগের একটা তারিখ নির্বাচন করে Next এ ক্লিক করুন এবং রি-স্টোর করুন।

আজকের শিশু


অনেকেই বলে বর্তমান যুগের বাচ্চারা খুব তারাতারি সবকিছু শিখে ফেলে। কিন্তু কেন বাচ্চারা এত তারাতারি এত কিছু বুঝতে পারে তা কি আমরা ভেবে দেখেছি? এর কারন হল প্রজুক্তি। আজকের বাচ্চারা জন্মের পর থেকেই প্রজুক্তির সাথে বড় হয়। ফলে তারা খুব তারাতারি সব কিছু বুঝতে পারে। কিন্তু সব ক্ষেত্রে কি বাচ্চাদের এত তারাতারি এত বেশি বুঝা ভালো? বাচ্চাদের আগ্রহ হল নতুন কিছু দেখলে তা শিখা। এখন যদি একটা বাচ্চা একটি লোক কে দেখে সিগারেট খাচ্ছে তাহলে বাচ্চাটি শখ করে সিগারেট এ টান দিবে এবং ধিরে ধিরে নেশার দিকে ঝুকে পরবে।এতক্ষন যা লিখলাম তা হল বাচ্চাদের তারাতারি শিখার nagative দিক। এখন আমরা যদি একটা বাচ্চাকে তার তারাতারি শিখার মেধাকে কাজে লাগানোর জন্য তার সাথে সহজ ভাবে বন্ধুর মত মিশি, তার সব কথা বন্ধুর মত শুনে তাকে মজার কিন্তু ভাল Advise দেই তাহলে সেই বাচ্চাটি নতুন কিছু শিখলে তা জানাবে। সুতরাং বাচ্চাদের সাথে বন্ধুর মত ব্যাবহার করুন।

review http://www.carzon.tk on alexa.com